আলাদা উত্তরবঙ্গ হলেই গোর্খাল্যান্ড চাই: গুরুং

Bimal Gurung

উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হয়েছেন অনন্ত মহারাজ। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করে সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছেন তিনি। অন্যদিকে, প্রত্যাশা পূরণের দাবিতে সরব হয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং৷

বিমল গুরুংয়ের কথায়, আমাদের আশা প্রত্যাশা যে পূরণ করবে তাকেই আমরা ২০২৪ সালে জিতিয়ে আনব। রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এখনও পূরণ হয়নি। তার অপেক্ষায় আছি। আগামী দিনে এবিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়? তা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, ২০২১ সালে আমরা বলেছিলাম তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেখতে চাই। কিন্তু ২০২৪ সালে যিনি আমাদের জন্য কাজ করবেন তাঁকেই জেতাব।

   

কয়েকদিন আগেই জিটিএ নির্বাচনের বিরোধিতায় অনশন করেছিলেন বিমল গুরুং। বিমল গুরুংয়ের সমর্থনে তখন বিজেপি নেতাদের এগিয়ে আসতে দেখা গিয়েছিল। গুরুং বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার কথা বলার আগ্রহ প্রকাশ করলেও তা হয়নি। এখন রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গ ইস্যুতে হাওয়া উঠতেই ভোল বদলে ফেললেন পাহাড়ি বিছে৷

এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুং বলেন, পঞ্চায়েত ভোট নিয়ে আমরা এখন কথা বলব না। নোটিফিকেশন হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে৷ তিনি। রাজ্য সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই আছে। কিন্তু আমরা প্রতীক্ষায়। যে রাজনৈতিক সমাধানের আশ্বাস আমরা পেয়েছিলাম সেটার অপেক্ষায় আছি। একমাত্র দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা বের হবে বলেই মনে করছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন