উত্তরবঙ্গের দুর্যোগে বিমান ভাড়া শুনে চোখ কপালে উঠল পর্যটকদের!

উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগে (North Bengal Disaster) বিপাকে পড়েছেন হাজার হাজার পর্যটক। টানা কয়েকদিনের বৃষ্টিতে ধস, রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়, আর তার মাঝেই বাড়ছে বিমান…

North Bengal Disaster tourists stranded Airfare hike Bagdogra to Kolkata

উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগে (North Bengal Disaster) বিপাকে পড়েছেন হাজার হাজার পর্যটক। টানা কয়েকদিনের বৃষ্টিতে ধস, রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়, আর তার মাঝেই বাড়ছে বিমান ভাড়া (Airfare)। সব মিলিয়ে দারুণ দুর্ভোগের মুখে পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকেরা। অভিযোগ বাগডোগরা থেকে কলকাতায় ফিরতে চাইলে এখন বিমানভাড়া প্রায় কয়েক হাজার টাকা!

Advertisements

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, মিরিক উত্তরবঙ্গের মূল পর্যটন কেন্দ্রগুলিতে এখনও আটকে রয়েছেন প্রচুর মানুষ। সমতলের সঙ্গে পাহাড়ি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন (North Bengal Disaster)। কোথাও সেতু ভেঙেছে, কোথাও রাস্তা জলে ধুয়ে মুছে গেছে। জলদাপাড়ায় কাঠের সেতু ভেসে যাওয়ায় পর্যটকদের আর্থ মুভারে করে নদী পার করাতে হয়েছে। পাহাড় থেকে নামতে যেখানে ৩,০০০ টাকা ভাড়া লাগত, এখন দিতে হচ্ছে ৬,০০০ টাকারও বেশি।

   

অভিযোগ উঠছে, এই দুর্যোগকে পুঁজি করে বিমান সংস্থাগুলি ভাড়া বাড়িয়েছে। অনেকের কনফার্মড টিকিট ক্যানসেল হয়ে গেছে। নতুন করে টিকিট কেটে ফিরতে হচ্ছে অতিরিক্ত খরচে। যারা ট্রেনে বা বাসে ফিরতে চেয়েছেন, তারাও পড়েছেন বিপাকে। অধিকাংশ রুট বন্ধ বা বিপজ্জনক। তবুও কিছু বিকল্প রাস্তা খোলা রয়েছে:

দার্জিলিং-শিলিগুড়ি হিলকার্ট রোড

সুখনা-রংটং-কার্সিয়ং হয়ে শিলিগুড়ি

পাঙ্খাবাড়ি হয়ে শিলিগুড়ি

মিরিক-পশুপতি-ঘুম-কার্সিয়ং হয়ে শিলিগুড়ি

কালিম্পং-লাভা-লোলেগাঁও-গরুবাথান রুটে শিলিগুড়ি

তবে ১০ নম্বর জাতীয় সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন সেই পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পর্যটকদের কথা ভেবে এনবিএসটিসি (NBSTC) পক্ষ থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ১০টি বাস রওনা দিয়েছে। আরও ১৭টি বাস পাঠানোর পরিকল্পনা রয়েছে।

দুর্যোগের ভয়াবহতাও ক্রমে বাড়ছে। এখনও পর্যন্ত শুধুমাত্র মিরিক থেকেই ১১ জনের মৃত্যু হয়েছে। কার্শিয়ংয়ের ভারত-নেপাল সীমান্তে একটি পরিবারের ৩ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। বানারহাট, নাগরাকাটা, শিলিগুড়ি, জলপাইগুড়িম প্রায় সর্বত্রই ক্ষয়ক্ষতি হয়েছে।

এক পর্যটক বলেন, “ছুটি কাটাতে এসে এখন মনে হচ্ছে জান বাঁচিয়ে ফিরতে পারলেই ভাগ্য।” অপর একজন জানান, “আমাদের কনফার্ম টিকিট ছিল, ক্যানসেল হয়ে গেছে। নতুন টিকিটে ২১ হাজার টাকা গুনতে হল, এটা চরম অমানবিক।”

পাহাড়ে পুজোর আনন্দ পরিণত হয়েছে আতঙ্কে। যারা এখনও আটকে আছেন, তাদের নিরাপদে ফেরাতে চাইছে প্রশাসন। তবে আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

North Bengal Disaster tourists stranded Airfare hike Bagdogra to Kolkata