শিলিগুড়ি: প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে (North Bengal)। মিরিকে দুদিয়া লোহার সেতু ভেঙে মৃত্যু হয়েছে ৯ জনের। কার্শিয়ং-এর সঙ্গে মিরিককে সংযুক্তকারী এই ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুখিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের। দার্জিলিং-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৭! শনিবার রাত থেকে শুরু হওয়া অতি ভারী (Heavy Rain) বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধ্বসে গিয়েছে একাধিক রাস্তা। কালিম্পং, সিকিমের সঙ্গে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। কার্শিয়ংয়ের কাছে ১১০ নম্বর জাতীয় মহাসড়কের পাশে হুসেন খোলায়ে আরও ভূমিধসের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালিম্পং
উত্তরবঙ্গের (North Bengal) কালিম্পং জেলা এখন সবচেয়ে সংকটজনক অবস্থায় রয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আরও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। শিলিগুড়ি ও সিকিমের মধ্যে বিকল্প জাতীয় সড়ক ৭১৭ই-তে ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ করিডোর ধরে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বৃষ্টিপাতের কারণে রাস্তা পরিষ্কারের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং। বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর কাছাকাছি বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে গড়িধুরা ফাঁড়ির পুলিশ সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতিতে দুঃখপ্রকাশ বিজেপির
বিজেপি (BJP) সাংসদ রাজু বিস্তা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত এবং ধ্বসের খবরে দুঃখপ্রকাশ করেছেন। রবিবার এক্সে তিনি লেখেন, “দার্জিলিং এবং কালিম্পং জেলার অনেক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। প্রাণহানি, সম্পত্তির ক্ষতি এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে।”
https://x.com/RajuBistaBJP/status/1974671111024750659/photo/4
উত্তরবঙ্গে জারি হয়েছে সতর্কতা
৫ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা (Rain alert) জারি করেছিল IMD। আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশপাশি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।