HomeWest BengalNorth BengalNorth Bengal:সচেতনতার অভাব,ডেঙ্গু রুখতে লড়াই কাউন্সিলরের

North Bengal:সচেতনতার অভাব,ডেঙ্গু রুখতে লড়াই কাউন্সিলরের

- Advertisement -

উত্তরবঙ্গের(north bengal) শিলিগুড়িতে ব্যপক হারে ছেয়ে গিয়েছে ডেঙ্গু।এহেন জরুরিকালীন সময়ে হাল না ছেড়ে যথাসম্ভব ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লড়াই করে চলেছেন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। সকাল-সন্ধ্যে, দুবেলাই মশার প্রকোপ কমাতে ধোয়া এবং তেল ছড়াচ্ছেন‌ এই কাউন্সিলার।

তিনি জানিয়েছেন,শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। কাউন্সিলর তার কর্তব্য পালন করে চলেছেন। কারন এবারে শিলিগুড়িতে ডেঙ্গু ছড়িয়েছে ব্যাপকভাবে। প্রতিটি ওয়ার্ডেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শ্রাবনী দত্তের অভিযোগ, বারংবার প্রচার করা হলেও, প্রচুর বলা হলেও কেউ কোনো কথা শোনেন। শুধুমাত্র বাহ্যিক প্রচেষ্টা ডেঙ্গু রুখতে যথেষ্ট নয়, ডেঙ্গুকে রুখতে হলে সাবধানতা অবসম্ভাবী। 

   

শ্রাবনী দত্ত আরও বলেন, “১৪ নং ওয়ার্ডেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আমি চেষ্টা করছি একটু হলেও এই ডেঙ্গুর প্রভাব কমানোর।” তিনি ১৪ নং ওয়ার্ডের মানুষদের উদ্দেশ্যে বলেন,” আমি চেষ্টা করছি,তবে সবার সহযোগীতা দরকার,তবেই সফল হবে আমার লক্ষ্য।” 

দুবারের বিজয়ীনী শ্রাবনী দত্ত এবারে ১৪ নং ওয়ার্ডের জন্য অন্যভাবে কিছু করতে চান। ডেঙ্গুর আতঙ্ক যখন ছড়িয়ে পড়েছে গোটা শিলিগুড়িতে নিজে উপস্থিত থেকে তার সাথে লড়াই করে চলেছেন এই এম আই সি এবং কাউন্সিলার। বর্তমানে ডেঙ্গুর আতঙ্ক যখন আবার ঘরে ঘরে ঢুকে যাচ্ছে তখন লড়াই করে যাচ্ছেন শিলিগুড়ির এই কাউন্সিলর তার প্রমাণ করে যে তিনি ভোটে জিতেও নিজের দায়িত্ব পালনে সচেষ্ট, তিনি তার কর্তব্য ভোলেননি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular