পুজোয় প্রবীণদের জন্য বিশেষ বাস পরিষেবা NBSTC-র

শিলিগুড়ি: দুর্গাপুজোর আনন্দ আরও সম্প্রসারণ করতে এবার প্রবীণদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে…

শিলিগুড়ি: দুর্গাপুজোর আনন্দ আরও সম্প্রসারণ করতে এবার প্রবীণদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শনিবার এই পরিষেবার উদ্বোধন করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। নতুন দুটি রুট হলো শিলিগুড়ি-কোচবিহার এবং শিলিগুড়ি-ফরাক্কা।

পার্থপ্রতিম রায় জানান, রাজ্য সরকার সম্প্রতি ৩০টি নতুন সিএনজি বাস এনবিএসটিসিকে প্রদান করেছে। এর মধ্যে ১০টি বাস শিলিগুড়ি-কোচবিহার রুটে চলবে। বাকি বাসগুলো উত্তরবঙ্গের বিভিন্ন টার্মিনাস থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য পরিচালিত হচ্ছে।

   

দুর্গাপুজোর চতুর্থী এবং পঞ্চমী তিথিতে বয়স্ক মানুষদের জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বল্প খরচে এসি এবং নন-এসি বাসে প্রবীণরা শহরের বিখ্যাত মণ্ডপগুলো ঘুরে দেখতে পারবেন। বাসে করে পুজো ভ্রমণের সময় সন্ধ্যা ছ’টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।

নিগম সূত্রে জানা যায়, যারা এই পরিষেবায় অংশ নিতে চান, তাদের শিলিগুড়ি বাস টার্মিনাসে গিয়ে আগে থেকে বুকিং করতে হবে। শনিবার পর্যন্ত ইতিমধ্যেই ১০ জন বুকিং করেছেন। নিগম আশা করছে, পুজোর দিনগুলোতে এই পরিষেবার চাহিদা আরও বৃদ্ধি পাবে।

Advertisements

পার্থপ্রতিম রায় বলেন, “বয়স্ক মানুষদের জন্য দুর্গাপুজোর আনন্দে অংশগ্রহণ সহজ করা আমাদের মূল লক্ষ্য। অনেক প্রবীণ ব্যক্তি বয়সজনিত কারণে বাইরে বেরোতে পারেন না বা পরিবারে কেউ সঙ্গে নিতে পারে না। তাই তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। স্বল্প খরচে আরামদায়ক পরিবেশে তারা পুজোর সৌন্দর্য উপভোগ করতে পারবে।”

এদিন আরও জানা যায়, রবিবার থেকে শিলিগুড়ি-গ্যাংটক রুটেও বাস পরিষেবা চালু হচ্ছে। এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গের ভ্রমণ আরও সহজ এবং সুবিধাজনক হবে।

শহরের বিভিন্ন মণ্ডপে প্রতিবারের মতো এবছরও ভিড় থাকবে। কিন্তু বয়সজনিত কারণে অনেক প্রবীণ দর্শক সেই ভিড়ে যেতে পারেন না। এনবিএসটিসির এই উদ্যোগে প্রবীণরা বাসে চড়ে আলোঝলমলে পুজোর সৌন্দর্য দেখতে পারবেন।

নিগমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বাসে প্রবীণদের আরাম ও নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হবে। এই উদ্যোগ শুধু সুবিধাজনকই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রশংসনীয়। দুর্গাপুজোর আনন্দে প্রবীণদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এনবিএসটিসির এই পদক্ষেপ নিঃসন্দেহে এক অভিনব এবং মানবিক উদ্যোগ।