কোভিডের পাশাপাশি এবার দার্জিলিং-এ হু হু করে বাড়ছে নাইরোবি ফ্লাইয়ের (Nairobi fly) আতঙ্ক। শুধু পাহাড়েই নয়, এই পোকার প্রকোপ সমতলেও দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন পতঙ্গবিদরা।
প্রথমে সিকিমে এই বিশেষ পোকাটির সন্ধান মেলে, তবে এবার সিকিম ছাড়িয়ে দার্জিলিং-এর পাহাড়েও হানা দিল নাইরোবি ফ্লাই। চিকিৎসকরা জানাচ্ছেন, ইতিমধ্যে কলকাতাতেও এই নাইরোবি ফ্লাই হানা দিয়েছে।
এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড: সন্দীপ সেনগুপ্ত এই ফ্লাই নিয়ে বলেন, এই পোকার কামড়ে ক্যান্থারাইডিন বের হয় যাতে চামড়ায় সংক্রমণ হয়। চামড়ার অনেকটা জায়গায় ফোস্কা পড়ে যায়। বিষের ডোজ বেশি হলে কোনও কোনও ক্ষেত্রের কিডনি বিকলও হতে দেখা গিয়েছে।
ইতিমধ্যে দার্জিলিং ও কার্শিয়াংয়ের বেশ কয়েকজন মানুষ এক পতঙ্গের কামড়ে আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র সিকিমেই কমপক্ষে ১০০ ছাত্র এই মাছির কামড়ে আক্রান্ত।
শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন রোগী এই সংক্রমণ নিয়ে আসছেন।
একজন চিকিৎসক বলেন, “এই সংখ্যা বাড়ছে এবং আবাসিক এলাকা এবং এমনকি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে ওষুধ পাওয়া যাচ্ছে বলে আতঙ্কিত হওয়ার দরকার নেই।”