Mother’s Day Special: ধূপগুড়িতে ‘মা পুজো’ পড়ুয়াদের

‘Ma Pujo’ students in Dhupguri

মাদার্স ডে বা মা দিবস (Mother’s Day)। এটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয়। এই উপলক্ষে ধুপগুড়ির একটি বিদ্যালয়ে মায়েদের সম্মানে অভিনব কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় বারঘরিয়া বটতলী স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়ে মাতৃ পুজোর আয়োজন করা হল। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিশুদের উদ্যোগে মায়াদের প্রতি এই সম্মান জ্ঞাপন একটি দৃষ্টান্ত স্থাপন করল এদিন।

   

শিশুদের মায়েদের চেয়ারে বসিয়ে তাদের পা ধুয়ে শপথ বাক্য পাঠ করল শিশুরা। ভবিষ্যতে তারা মায়েদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে ও দায়দায়িত্ব পালন করবে তারই অঙ্গীকার এদিন করে শিশুরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাকের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকল অভিভাবকরাও। উল্লেখ্য, একজন মা তার সন্তানের জন্য যে ভালবাসা, যত্ন এবং ত্যাগ স্বীকার করেন তার স্বীকৃতি এবং প্রশংসা করার জন্য দিনটি উদযাপন করা হয়। এই দিনে শিশুরা তাদের মাকে বিশেষ মনে করার জন্য প্রচেষ্টা করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন