মালদহ: সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Malda Tour)। শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ মালদহ টাউন স্টেশনে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মালদহ ও উত্তরবঙ্গ জুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। জেলা প্রশাসন, রেল ও পুলিশ বিভাগ যৌথভাবে নজরদারি চালাচ্ছে গোটা কর্মসূচি ঘিরে।
প্রধানমন্ত্রী মালদহে পৌঁছে প্রথমেই দেশের প্রথম হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনেরও সূচনা করবেন তিনি। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্লিপার ট্রেন দীর্ঘ দূরত্বে যাত্রীদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে আধুনিক শয্যা ব্যবস্থা, স্বয়ংক্রিয় দরজা, উন্নত সুরক্ষা ব্যবস্থা, বায়ো-টয়লেট, স্মার্ট এলইডি ডিসপ্লে এবং যাত্রীদের আরামের জন্য উন্নত সাসপেনশন ব্যবস্থা। ফলে উত্তর-পূর্ব ভারত থেকে কলকাতা ও হাওড়ার যাত্রা আরও আরামদায়ক ও দ্রুত হবে।
দুপুর পৌনে ২টো নাগাদ সাহাপুর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ৩,২৫০ কোটিরও বেশি টাকার রেল ও সড়ক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে— বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেললাইন নির্মাণ, নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়িতে লোকো শেডের আধুনিকীকরণ, জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন, নিউ কোচবিহার–বামনহাট ও নিউ কোচবিহার–বক্সিরহাট রেললাইনের বিদ্যুতায়ন৷
এই সব প্রকল্পের ফলে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেললাইন দক্ষিণ দিনাজপুর জেলার দীর্ঘদিনের দাবি পূরণ করবে।
এছাড়াও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আরও চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এই ট্রেনগুলি সাধারণ যাত্রীদের জন্য স্বল্পমূল্যে উন্নত পরিষেবা দেবে বলে রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী ধূপগুড়ি–ফালাকাটা (৩১ডি) জাতীয় সড়কের কিছু অংশের সংস্কার ও চার লেনের শিলান্যাসও করবেন। এই সড়ক প্রকল্পের ফলে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে। পণ্য পরিবহণ দ্রুত হওয়ায় স্থানীয় ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনিক কর্মসূচির পরেই রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভা। সেখানে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখবেন তিনি বলে বিজেপি সূত্রে খবর।
প্রধানমন্ত্রী নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আগামীকাল, ১৭ জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। এছাড়াও, আগামীকালের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত।”
আগামীকাল, ১৭ জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। এছাড়াও, আগামীকালের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত।…
— Narendra Modi (@narendramodi) January 16, 2026
তিনি আরও লেখেন, ‘‘আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।’’
আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায়…
— Narendra Modi (@narendramodi) January 16, 2026
রবিবার ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী হুগলির সিঙ্গুর সফরে যাবেন। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম, জলপথ পরিবহণ টার্মিনাল, রেল ওভারব্রিজ এবং কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করবেন তিনি, যা তারকেশ্বর–বিষ্ণুপুর রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।


