কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদার নিত্যানন্দপুরে জনাকীর্ণ (Malda mango)জনসভায় বাংলার আমচাষীদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিজেপি সরকার এলে মালদায় শুরু হবে এক নতুন যুগের আম শিল্প। যে আম আজ ইংরেজবাজার বা কালিয়াচকের স্থানীয় বাজারে বিক্রি হয়ে যায়, তা ছড়িয়ে পড়বে সারা দেশে এমনকি বিদেশেও।
মালদা, যা ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত, তার অর্থনীতি এবার আমকে কেন্দ্র করে নতুন উচ্চতায় পৌঁছবে।জনসভায় মোদী বলেন, “তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে মালদার আমচাষীদের বঞ্চিত করে রেখেছে। কোল্ড স্টোরেজ নেই, প্রসেসিং ইউনিট নেই, বাজারজাতকরণের সুবিধা নেই। ফলে চাষীরা ন্যায্য দাম পান না, আম নষ্ট হয়ে যায়। বিজেপি ক্ষমতায় এলে এই বঞ্চনার অবসান হবে।
বঙ্গে মোদী! এদিকে গোয়েন্দা সূত্রের সতর্কতায় বাড়ল নিরাপত্তা
আমরা কৃষকদের সহজ শর্তে ঋণ দেব, নতুন নতুন কোল্ড স্টোরেজ তৈরি করব, আধুনিক প্যাকেজিং ও লজিস্টিক্সের ব্যবস্থা করব যাতে মালদার ল্যাংড়া, লক্ষণভোগ, হিমসাগর, ফজলি এই সব বিখ্যাত আম সারা ভারতে সহজে পৌঁছে যায়।”প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, আম চাষকে কেন্দ্র করে গড়ে উঠবে বৃহৎ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। আমের আচার, জ্যাম, জেলি, পাল্প, ড্রাই ফ্রুটস, আমের রস – এসব তৈরির কারখানা হবে মালদায়।
এতে হাজার হাজার যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয় মহিলারা ঘরে বসে আমজাত পণ্য তৈরি করে আয় করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’র জয় হবে বাংলার মাটিতে। মোদী বলেন, “আমরা চাই না মালদার আম শুধু মৌসুমে খাওয়া যাক। সারা বছর আমের স্বাদ পৌঁছে দেব দেশের প্রত্যেক ঘরে।”এই প্রতিশ্রুতি মালদার লক্ষ লক্ষ চাষীর মনে নতুন আশা জাগিয়েছে।
জেলার অর্থনীতি মূলত আম ও রেশমের উপর নির্ভরশীল। প্রতি বছর লক্ষ লক্ষ টন আম উৎপাদিত হয়, কিন্তু অপর্যাপ্ত সংরক্ষণের কারণে অনেকটাই নষ্ট হয়ে যায়। চাষীরা অভিযোগ করেন, তৃণমূলের শাসনামলে আমের জন্য বিশেষ কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। ফলে দাম পড়ে যায়, মধ্যস্থতাকারীরা লাভ করে। বিজেপির এই ঘোষণা চাষীদের মধ্যে উৎসাহ ছড়িয়েছে।
অনেকে বলছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার যদি হাত মেলায়, তাহলে মালদা সত্যিই ‘আমের হাব’ হয়ে উঠতে পারে।অবশ্য রাজনৈতিক মহলে এই বক্তব্যকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার হিসেবে দেখা হচ্ছে।
মোদী এদিন মালদায় রেল প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছেন। তিনি বলেন, “তৃণমূল শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। বিজেপি এলে উন্নয়ন হবে, চাকরি হবে, চাষীরা সমৃদ্ধ হবে।”
