HomeWest BengalNorth BengalMinakshi Mukherjee: কালিয়াগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙার দাবি মীনাক্ষীর, ভাষণ শুনতে ভিড়

Minakshi Mukherjee: কালিয়াগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙার দাবি মীনাক্ষীর, ভাষণ শুনতে ভিড়

- Advertisement -

ফের বক্তৃতায় আগুন ঝরালেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। পঞ্চবাণে বিদ্ধ করলেন রাজ্য সরকারকে। সদ্য ঘটে যাওয়া তিনটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক।

বৃহস্পতিবার কালিয়াগঞ্জে জনসমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মীনাক্ষী বলেন, ‘কারও বেটা অডি গাড়িতে চড়ে তাঁবুতে তাঁবুতে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে, এক বাবা তাঁর মৃত সন্তানকে ব্যাগে করে মেডিকেল কলেজ থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। রাজ্যের হাসপাতালগুলো এখন রেফার সেন্টারে পরিণত হয়েছে। একটি শিশুর মুখে ঘা নিয়ে তাঁর মাকে স্থানীয় সরকারি হাসপাতালে যেতে হচ্ছে।

   

সেখান থেকে রায়গঞ্জ, তারপর রায়গঞ্জ থেকে শিলিগুড়ি রেফার করা হচ্ছে শিশুটিকে। রাজ্যজুড়ে অ্যাম্বুল্যান্স নিয়ে সিন্ডিকেট রাজ চলছে। তৃণমূলের বাবুরা বিনা পয়সায় অ্যাম্বুল্যান্স পরিষেবা নিচ্ছেন। সেখানে একজন গরীব বাবার কাছে আট হাজার টাকা ভাড়া দাবি করা হচ্ছে।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular