বন্যা পরিদর্শনে ফের উত্তরবঙ্গে মমতা

দার্জিলিং: উত্তরবঙ্গে ফের একবার সরাসরি তদারকি করতে এবং বন্যাদূর্গতদের সঙ্গে দেখা করতে সোমবার দার্জিলিং থেকে সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয় সূত্রে…

Bengal Politics mamata banerje

দার্জিলিং: উত্তরবঙ্গে ফের একবার সরাসরি তদারকি করতে এবং বন্যাদূর্গতদের সঙ্গে দেখা করতে সোমবার দার্জিলিং থেকে সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইথনে ডিভিস দফতর ঘেরাও এবং পাঞ্চেতের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হবে। একদিনের ভারী বর্ষণে বানভাসি হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

Advertisements

দুই দিনের পূর্ণাঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুধু বন্যাকবলিত এলাকা পরিদর্শনই করেননি, দুর্গতদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। নবান্ন সূত্রে খবর, তিনি ভোর ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বসে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছেন। পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্বও নিজের চোখে দেখেছেন তিনি।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী কেন্দ্রের উদ্দেশ্যে সরাসরি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “গঙ্গা ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের দায়িত্ব। কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।” এছাড়া শিলিগুড়ি থেকে কলকাতার বিমানের ভাড়া ২৫,০০০ থেকে ২৮,০০০ টাকা দেখানোর বিষয়টিতেও সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “দুর্যোগে ফায়দা লুটছে উড়ান সংস্থাগুলি।” এ ঘটনায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইউনিয়নকে এয়ারপোর্ট অথরিটিকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উত্তরবঙ্গ সফরের সময়ই দুর্ঘটনার কবলে পড়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। দু’জনকেই শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংসদকে আইসিইউতে রাখা হয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে আহত সাংসদের সঙ্গে দেখা করেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

বন্যা কবলিত এলাকা দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের সঙ্গে সমন্বয় করে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্রেও ত্রাণকর্মী মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গবাসীর কাছে মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি মানসিক সহায়তা প্রদান করেছে। তিনি বলেছেন, “ত্রাণ কার্যক্রমে কোনও ত্রুটি থাকলে তা অবশ্যই ঠিক করতে হবে। দুর্যোগকালে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

এই সফরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন, উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবেলায় তার সরকার এবং তিনি নিজে সরাসরি নজরদারি করছেন। বন্যা ও ধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত পুনর্বাসন ও সহায়তা প্রদান করা হবে।