মহাকাল শিলান্যাসে গিয়ে এ কি করলেন মমতা! সরব বিজেপি

শিলিগুড়ি: মহাকাল মন্দিরের শিলান্যাস (Mamata Banerjee)গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই মহাদেবের মন্দিরে পুজো দিতে যান তিনি। সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মহাদেবের মাথায়…

mamata-banerjee-shiva-temple-controversy-bjp

শিলিগুড়ি: মহাকাল মন্দিরের শিলান্যাস (Mamata Banerjee)গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই মহাদেবের মন্দিরে পুজো দিতে যান তিনি। সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মহাদেবের মাথায় দুধের টেট্রা প্যাকেট থেকে সরাসরি দুধ দিচ্ছেন মহাদেবের মাথায়। এই ইস্যুতেই ফের সরব হয়েছে বঙ্গ বিজেপি। মুখ্যমন্ত্রী হিন্দু রীতিনীতি জানেন না বলে কটাক্ষ করেছে তারা।

Advertisements

   

ঘটনার বিবরণ অনুসারে, মমতা ব্যানার্জি আজ মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে একটি মন্দির পরিদর্শনের সময় মহাদেবের বিগ্রহে দুধ নিবেদন করেন। কিন্তু ঐতিহ্যবাহী পাত্রের পরিবর্তে তিনি একটি প্লাস্টিকের টেট্রা প্যাক ব্যবহার করেন, যা থেকে সরাসরি দুধ ঢেলে দেন। এই দৃশ্যটি ভিডিওতে ধরা পড়ে এবং দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

S-500 স্পেস হান্টার এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে ভারত, 20,000 কোটি টাকার চুক্তি প্রায় চূড়ান্ত

বিজেপির শীর্ষ নেতা অমিত মালব্য এবং অন্যান্য নেতারা এটাকে ‘হিন্দু ধর্মের প্রতি অপমান’ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, “মমতা ব্যানার্জি হিন্দু রীতিনীতির প্রতি কোনো সম্মান দেখান না। তিনি মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিজেকে হিন্দু-সমর্থক বলে প্রচার করেন, কিন্তু এমন কাজ করে ধর্মীয় অনুভূতিকে আঘাত করেন। অন্য ধর্মের রীতি নিয়ে কি তিনি এমন সাহস করতেন? না, কারণ শুধু হিন্দু ধর্মকেই তিনি রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করেন।”

বিজেপির এই অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে তারা মমতাকে ‘মুসলিম তোষণ’ এর অভিযোগে অভিযুক্ত করেছে। দিঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গা অঙ্গন এবং এখন শিলিগুড়ির মহাকাল মন্দির এগুলোকে বিজেপি ‘নরম হিন্দুত্ব’ বা ‘ভোটের জন্য মন্দির রাজনীতি’ বলে খারিজ করছে।

বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের মতো কেন্দ্রীয় নেতারাও বলেছেন, নির্বাচনের আগে মন্দিরের কথা বলা হয়, কিন্তু ধর্মীয় স্থান আক্রান্ত হলে চুপ থাকা হয়। বঙ্গ বিজেপি নেতারা এই টেট্রা প্যাক ঘটনাকে ‘হিন্দু রীতি না জানার’ প্রমাণ বলে তুলে ধরছেন।

এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ধর্ম একটা বড় ইস্যু হয়ে উঠছে। মমতা হিন্দু ভোটারদের আকর্ষণ করতে মন্দির প্রকল্প চালাচ্ছেন, বিজেপি সেই প্রচেষ্টাকে ‘নকল’ বলে আক্রমণ করছে।রাজনৈতিক মহলের একাংশ বলছেন, হিন্দু পূজায় পাত্রের বিশেষত্ব আছে, কিন্তু আধুনিকতার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। তবে যদি ইচ্ছাকৃত বলে মনে হয়, তাহলে অনুভূতি আঘাত পেতে পারে।

Advertisements