
জলপাইগুড়ি: উত্তরবঙ্গবাসীর জন্য জোড়া সুখবর নিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন। এই সফরের অন্যতম প্রধান কর্মসূচি হল শিলিগুড়ির মাটিগাড়ায় বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস।
শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গবাসীর দাবি ছিল একটি বৃহৎ ও আধুনিক শিবমন্দির নির্মাণের। সেই দাবি পূরণ করতেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের পর দার্জিলিঙে মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে।
জানা গিয়েছে, মাটিগাড়ায় মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রশাসনিক অনুমোদনও মিলেছে। গত ডিসেম্বর মাসে নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই এবার উত্তরবঙ্গে এসে তিনি সেই স্বপ্নের প্রকল্পের সূচনা করতে চলেছেন।
এই সফরে উত্তরবঙ্গবাসী পাচ্ছে আরও একটি বড় উপহার। শনিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গবাসীর দাবি ছিল একটি স্থায়ী সার্কিট বেঞ্চ ভবনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
২০১৯ সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হলেও এতদিন স্টেশন রোডের একটি অস্থায়ী ভবনে বিচারকার্য চলছিল। পাহাড়পুর এলাকায় প্রায় ৪০ একর জমির উপর তৈরি হয়েছে এই অত্যাধুনিক স্থায়ী ভবন। রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় নির্মিত এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত সহ দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রের একাধিক বিশিষ্ট অতিথিও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তরবঙ্গের বিচার ব্যবস্থাকে আরও মজবুত করার বার্তা দেবেন।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘায় জগন্নাথ মন্দির নির্মিত হয়েছে। নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এবার উত্তরবঙ্গ পাচ্ছে মহাকাল মন্দিরের মতো এক ঐতিহাসিক ধর্মীয় স্থাপত্য।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গবাসীর পাশে বারবার দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। এবার উন্নয়ন, ধর্মীয় পর্যটন ও প্রশাসনিক পরিকাঠামোর মেলবন্ধনে উত্তরবঙ্গকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চলেছেন তিনি।










