বিশ্বজয়ী রিচার জন্য উত্তরবঙ্গকে ‘বিরাট’ উপহার মুখ্যমন্ত্রীর

mamata-banerjee-announcement-richa-ghosh-stadium-in-north-bengal

উত্তরবঙ্গের ক্রীড়া মানচিত্রে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। বাংলার গর্ব, বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে তৈরি হবে অত্যাধুনিক স্টেডিয়াম। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এমনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisements

চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে তৈরি হবে এই আধুনিক ক্রীড়াঙ্গন। রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠবে রিচা ঘোষ স্টেডিয়াম। এক্ষেত্রে উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোয় এক মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

বিশ্বজয়ের পর বাংলার ভূমিকন্যার সম্মান

গত ২ নভেম্বর মুম্বইয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়েছে। হরমনপ্রীত কৌররে নেতৃত্বে দক্ষিণ আফ্ৰিকাকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। সেই দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য শিলিগুড়ির কন্যা রিচা ঘোষ। তাঁর নজরকাড়া পারফরম্যান্সে উচ্ছ্বসিত গোটা দেশ, আর বাংলার গর্ব যেন আরও বেড়েছে বহুগুণ।

এই সাফল্যের পর রাজ্য সরকার আগেই রিচাকে সংবর্ধনা দিয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। সেদিনই রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করা হয় এবং রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “উত্তরবঙ্গে বহু প্রতিভা আছে, শুধু সুযোগের অভাব। রিচা যেমন বিশ্বজয় করে আমাদের গর্বিত করেছে, তেমনই আরও অনেক রিচা তৈরি হোক উত্তরবঙ্গে। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।”

Advertisements

শিলিগুড়ির সিটি সেন্টারের কাছেই চাঁদমনি টাউনশিপে ইতিমধ্যেই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এবার সেখানেই গড়ে উঠবে আধুনিক সুবিধাসম্পন্ন রিচা ঘোষ স্টেডিয়াম। সূত্রের খবর, সেখানে আন্তর্জাতিক মানের পিচ, প্র্যাকটিস এরিনা, ইনডোর নেট, একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণায় উত্তরবঙ্গের ক্রীড়া মহলে উৎসবের আমেজ। রিচা ঘোষ ও তাঁর পরিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। রিচার বাবা বলেন, “এটা শুধু আমাদের পরিবারের নয়, সমগ্র উত্তরবঙ্গের গর্বের দিন। মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমরা।”