বাতিল একের পর এক ট্রেন, যাত্রীদের ভরসা এখন শুধুই বাস

মালদহ: রেলপথে যাতায়াত দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গবাসীর অন্যতম ভরসা। তবে চলতি সপ্তাহে রেল পরিষেবায় (Maldah Train) বড়সড় ব্যাঘাত ঘটেছে মালদহ রেল রুটে। পূর্ব রেলের পক্ষ থেকে…

বাতিল একের পর এক ট্রেন, যাত্রীদের ভরসা এখন শুধুই বাস

মালদহ: রেলপথে যাতায়াত দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গবাসীর অন্যতম ভরসা। তবে চলতি সপ্তাহে রেল পরিষেবায় (Maldah Train) বড়সড় ব্যাঘাত ঘটেছে মালদহ রেল রুটে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মালদহ টাউন স্টেশনে ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ চলার কারণে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে কলকাতা-মালদহ রুটের একাধিক ট্রেন। এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকে জরুরি কাজ কিংবা চিকিৎসার জন্য কলকাতা রওনা দিতে এসে হঠাৎ ট্রেন বাতিলের খবর পেয়ে বাধ্য হচ্ছেন বিকল্প পরিবহনের পথ খুঁজতে।

সকাল থেকেই মালদহ টাউন স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। যাত্রীরা জানিয়েছেন, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেভাগে মোবাইল মেসেজ বা বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হলে এতটা ভোগান্তির মুখে পড়তে হতো না। স্টেশন চত্বরেই যাত্রীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। এক যাত্রী মহম্মদ রকি শেখ বলেন, “কলকাতা যাওয়ার জন্য কুলিক এক্সপ্রেস ধরব বলে স্টেশনে এসেছিলাম। এসে দেখি ট্রেনটি বাতিল। রোগীকে নিয়ে এখন বাসে করে যাওয়া ছাড়া উপায় নেই।”

   

ট্রেন বাতিলের কারণে যাত্রীদের এখন ভরসা একমাত্র বাস পরিষেবা। সকাল থেকেই মালদহ শহরের রথবাড়ি মোড় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) ডিপোতে কলকাতাগামী বাস ধরার জন্য উপচে পড়া ভিড় দেখা গেছে। বাস পরিষেবা থাকলেও অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আপাতত পরিবহন দফতরের পক্ষ থেকে অতিরিক্ত বাস পরিষেবার কোনো ঘোষণা করা হয়নি। ফলে যাত্রীদের অসুবিধা আরও বেড়েছে।

মালদহ টাউন স্টেশন উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার। কলকাতা যাওয়ার জন্য উত্তরবঙ্গের প্রায় সব জেলার মানুষ এই রেলপথের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে চার দিনব্যাপী ট্রেন বাতিলের ফলে শুধু মালদহ নয়, পার্শ্ববর্তী জেলাগুলির যাত্রীদেরও বড় সমস্যায় পড়তে হচ্ছে। যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ রেলপথের যাত্রা বাসে করলে ক্লান্তি এবং সময়ের অপচয় বাড়ছে। এর পাশাপাশি ভাড়া বৃদ্ধি এবং সিটের অপ্রতুলতা যাত্রীদের আরও সমস্যায় ফেলেছে।

এক যাত্রী মহম্মদ ইব্রাহিম আলি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রেনে যাত্রা অনেক আরামদায়ক এবং সময় বাঁচায়। কিন্তু হঠাৎ ট্রেন বাতিলের খবর দিয়ে আমাদের বিপদে ফেলে দেওয়া হয়েছে। আগে থেকে জানালে অন্তত পরিকল্পনা করে যাত্রা শুরু করা যেত।”

Advertisements

রেল সূত্রে জানা গিয়েছে, ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ শেষ হলে এই রুটে ট্রেন পরিষেবা আরও আধুনিক ও নিরাপদ হবে। তবে যাত্রীদের এখনই চারদিনের জন্য এই অসুবিধা মেনে চলতে হবে।

স্থানীয় প্রশাসন এবং পরিবহন দফতরের তরফে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত বাস পরিষেবা চালুর দাবি উঠেছে। যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপের খবর মেলেনি।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই কাজ সম্পূর্ণ হলে মালদহ রেল স্টেশনে ট্রেন চলাচলের সুরক্ষা ও কার্যকারিতা অনেক বাড়বে। কিন্তু সাধারণ যাত্রীদের জন্য তাৎক্ষণিক এই বিড়ম্বনা কাটানোই এখন বড় চ্যালেঞ্জ।