Malda: গঙ্গায় গর্ভে বিদ্যালয়, বাঁশ ঝাড়ে হয় পড়াশোনা

Malda,Schools ,sunk, Ganga, studies

বিশ্বভারতীর আদলেই গাছের তলায় বসে পড়াশোনা চলছে পড়ুয়াদের। এমন দৃশ্যের পিছনে আছে গঙ্গার ভাঙন গ্রাস। প্রায় আট বছর ধরে মালদার (Malda) মানিকচক ব্লকের চাঁদপাড়া ব্লকের কিষানটোলা প্রাথমিক বিদ্যালয়ে শীত-গ্রীষ্ম-বর্ষা গাছ তলাই ভরসা।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ২০১৪ সালের বিদ্যালয় ভবনটি গঙ্গার তলায় তলিয়ে যায়। তারপর থেকেই এই পরিস্থিতিতে পড়াশোনা চলছে। নদী তীরবর্তী এলাকায় জমি পাওয়া যায়নি। তাই স্কুল ভবন তৈরি করা সম্ভব হয়নি।

   

২০১৭ সালে লালু মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দা জমি দিলেও স্কুল তৈরি হয়নি। ফলে বছরের-পর-বছর গাছের তলাতেই চলছে পঠন-পাঠন। জানা গিয়েছে, এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৬৮ জন। শিক্ষক তিনজন।

বিদ্যালয়ের সহ শিক্ষিকা জানিয়েছেন, এই গরমে বাইরে পড়াশোনা করা খুবই কষ্টকর। স্কুলের বিল্ডিং তৈরি হয়ে গেলে সকলেরই সুবিধা হয়। সেই সময়ে আশা করা যায় পড়ুয়ার সংখ্যাও বেড়ে যাবে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জানিয়েছে, এখন বাঁশঝাড়ে আমাদের পড়াশোনা হয়। ঝড় বৃষ্টির সময় পড়াশোনা পুরোপুরি বন্ধ থাকে। একটা ঘর হলে খুব ভালো হয়। নদী গ্রাসে চলে গিয়েছে স্কুল। গাছের নিচেই বসে পড়াশোনা করছে পড়ুয়ারা। শত কষ্ট হলেও নিজেদের অভিযোগ কাকে জানাবে তারা!

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এক ব্যক্তি স্কুলটির জন্য জমি দান করেছে। সেই জমি লম্বা তাই সেখানে স্কুল তৈরি করা খুবই কঠিন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন