Malda: পরপর বোমা বিস্ফোরণ রতুয়ায়, আতঙ্কিত এলাকাবাসী

পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় (Malda) বোমা উদ্ধার। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়। Advertisements এলাকায় এত…

পঞ্চায়েত ভোটের আগে ফের মালদায় (Malda) বোমা উদ্ধার। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়।

Advertisements

এলাকায় এত বোমা পড়ে আছে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

বিজ্ঞাপন

এত বোমা দেখে এলাকাবাসী হতবাক। বম্ব স্কোয়াড যখন সেই বোমা নিষ্ক্রিয় করছিল তখন পরপর বিস্ফোরণে কাঁপল পুরো এলাকা। ভোটে নাশকতার জন্য বোমা রাখা ছিল বলে অভিযোগ।

দুদিন আগে মুর্শিদাবাদে ফারাক্কার আম বাগানে প্রচুর বোমা মিলেছিল। খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয় কয়েকজন শিশু।