ফের তৈরী হল নিম্নচাপ! প্রবল বর্ষায় ভিজবে কোন কোন জেলা?

low-pressure-heavy-rainfall-west-bengal-imd-warning

কলকাতা: অক্টোবরের শেষ দিনেও আকাশে নিম্নচাপের দাপট বজায়। মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরের উপরে তৈরি নতুন নিম্নচাপের ফলে ফের প্রবল বর্ষার সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার সকালেই ভারতীয় আবহাওয়া দফতর (IMD) একাধিক রাজ্যে জারি করেছে বৃষ্টির সতর্কতা। পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিম ভারতের কিছু অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisements

আবহাওয়া দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মানুষদের জন্য জারি করা হয়েছে “অরেঞ্জ অ্যালার্ট”।

   

পরিযায়ী শ্রমিক মৃত্যুতে ক্ষতিপূরণ তৃণমূলের! কটাক্ষ বিজেপির

এছাড়াও, বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ এবং গুজরাট রাজ্যের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত গুজরাটের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জোয়ারের সঙ্গে বজ্রঝড় যুক্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

বৃষ্টির প্রভাব থেকে রেহাই পাবে না উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তর কনকন ও উত্তর মধ্য মহারাষ্ট্রেও স্থানীয়ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Advertisements

বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও গভীর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে বঙ্গের দক্ষিণ অংশেও অস্থায়ী বৃষ্টি এবং আকাশে মেঘলা ভাব দেখা দিতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে শক্তিশালী ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামী দুই দিন সমুদ্রে না নামার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের শেষ সপ্তাহে এমন নিম্নচাপ দেখা অস্বাভাবিক নয়। মৌসুমী বায়ু দক্ষিণে সরে যাওয়ার সময় বঙ্গোপসাগরের উষ্ণ জলের উপর বায়ুমণ্ডলীয় অস্থিরতা তৈরি হলে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে এ বছর নিম্নচাপের ধারাবাহিকতা একটু বেশি বলে মত বিশেষজ্ঞদের।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর এ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধীরে ধীরে শীতের আমেজ ঢুকতে শুরু করবে। তবে আপাতত ছাতা ও রেইনকোটই ভরসা, কারণ নিম্নচাপের প্রভাবে পরবর্তী ৩ দিন রাজ্যের একাধিক জেলায় মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে।