মৎস্যমুখী করেই নিশীথ বধের উদযাপন রবীন্দ্রনাথের, বেজায় খুশি মমতা

লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। চিরপ্রতিদ্বন্দ্বী নিশীথের পরাজয়ে বেজায় খুশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ…

rabindra nath ghosh

লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। চিরপ্রতিদ্বন্দ্বী নিশীথের পরাজয়ে বেজায় খুশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh)। রবি জানিয়েছেন, বাবা মদনমোহন আমার (Rabindra Nath Ghosh) প্রার্থনা শুনেছেন। তিনদিন বাদে মৎস্যমুখী করে ফের আমিষ খাব।

রবি আর নিশীথের সম্পর্ক অনেকটা সাপে নেউলের মতো। রবি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে এবার টিকিট দেয় জোড়াফুল শিবির। আর তারপরই জগদীশকে জেতাতে ঝাঁপিয়ে পড়েন রবি। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত প্রচার করতে থাকেন। জগদীশকে জেতানোর সংকল্প করে মদনমোহন মন্দিরে গিয়ে পুজোও দেন।

   

একই সঙ্গে মানত করেন, নিশীথকে হারাতে না পারলে এ জন্মে আর আমিষ খাবেন না। মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্রবর্মা বসুনিয়ার কাছে হেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

ফের কি দলবদল? ভোটে জিতেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

এরপরই মৎস্যমুখী করার সিদ্ধান্ত নেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, বাবা মদনমোহনের কাছে প্রার্থনা করেছিলাম যে নিশীথকে হারাতে না পারলে এ জন্মে আর আমিষ খাব না। বাবা মদনমোহন আমার কথা শুনেছেন। নিশীথ হেরেছেন। তিনদিনের মধ্যে সকলকে নেমন্তন্ন করে আমি মৎস্যমুখী করে আমিষ খাব। 

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ ৭,৮৮,৩৮৫টি ভোট পেয়েছেন। আর বিজেপির নিশীথ পেয়েছেন ৭,৪৯,১২৫টি ভোট। ৩৯ হাজার ২৫০ নিশীথকে উড়িয়ে দিয়েছেন জোড়াফুলের প্রার্থী। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়। প্রাপ্ত ভোট ৩০,২৬৭।

লোকসভা ভোটে গোহারা হারলেন ‘দলবদলু’ এই ৫ নেতা