“বন্যা এলাকায় ফটো সেশন” করতে গিয়ে আক্রান্ত! তোপ কুণালের

Kunal Ghosh

কলকাতা: উত্তরবঙ্গের বন্যা (North Bengal Flood) পরিদর্শনে গিয়ে স্থানীয়দের হাতে বিজেপি সাংসদ খগেন মুর্মূ ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবী করলেন কুণাল। এক্সে (X) তিনি লেখেন, “ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হতে পারে না। যারাই করুক, ঠিক করেনি। আইন আইনের পথে চলুক।”

Advertisements

এরপরেই বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণে তিনি বলেন, “বিজেপিও মনে রাখুক সব মানুষ জানেন তাদের নেতারা একশো দিনের টাকা, আবাসের টাকা সহ বহু প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন। যেটা পরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়েছেন।” তিনি আরও বলেন, “বিজেপি বাংলা ভাষাকে অপমান করছে। বাংলাভাষীদের হয়রান করছে তাদের রাজ্যে। তারপর যদি বন্যা এলাকায় কেউ ফটো সেশন করতে ঢোকেন, তাহলে সেটাকে প্ররোচনাই ধরা ভালো।” এরপর জনগণের উদ্দেশ্যে তাঁর বার্তা, “কোনো অপ্রীতিকর ঘটনায় কেউ জড়াবেন না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ, প্রশাসন, দলের কর্মীরা বিপদগ্রস্ত এলাকায় মানুষের পাশে আছেন। যা করার করছেন।”

“খগেন-শঙ্করের উপর হামলা তৃণমূলের চক্রান্ত!”

অন্যদিকে, বিজেপি সাংসদ, বিধায়কদের উপর ইচ্ছাকৃতভাবে তৃণমূল (TMC) হামলা করিয়েছে বলে তোপ দেগেছে বিজেপি। রবিবার বিধ্বংসী বন্যা-ধ্বসে উত্তরবঙ্গে মানুষের মৃত্যুমিছিলের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) টলিউডের সেলিব্রিটিদের সঙ্গে মঞ্চে নাচানাচি করছিলেন। তাঁর এই আচরণে মানুষের কাছে খারাপ বার্তা গিয়েছে উপলব্ধি করেই বিজেপির সাংসদ, বিধায়কের উপর হামলা করানো হয়েছে বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisements

এক্সে তিনি লেখেন, “নিজের ব্যর্থতা ঢাকতে ও ক্রমবর্ধমান জনরোষে হতচকিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আতঙ্কের পরিবেশ তৈরী করার অস্ত্রটিকে বেছে নিয়েছেন— তাঁর তথাকথিত বিশেষ সম্প্রদায়-এর গুন্ডাদের বিজেপি নেতাদের ওপর হামলা করতে উস্কানি দিয়েছেন, যাতে তাঁরা ত্রাণ কাজে বা অন্যান্য সাহায্য মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন।” রাজ্যের পাশাপাশি কেন্দ্রের বিজেপি নেতৃত্বও এদিনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করে। “পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব চালাচ্ছে”, বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। একইভাবে তৃণমূলকে বিঁধেছেন অমিত মালব্য এবং সুধাংশু দ্বিবেদী।

তুমুল বিতর্কের মাঝে মুখ খুললেন মমতা

দুর্যোগের মাঝে শাসক-বিরোধীর তরজার আবহে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি চাইনা কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গ হোক। হিংসা চাইনা। আমি চেয়েছিলাম সবাই একসাথে মানুষের পাশে দাঁড়াব। কিন্তু রাজনীতি করতে এলে মানুষ তার জবাব দেবে যা আজ দিয়েছে।”