Kanchanjungha Express: শূন্যে ঝুলছে কাঞ্চনজঙ্ঘার কামরা! এনজেপির কাছে দুর্ঘটনা

   আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। উত্তরবঙ্গের কাছে একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত বহু। দুর্ঘটনাগ্রস্ত শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির…

  

আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। উত্তরবঙ্গের কাছে একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত বহু। দুর্ঘটনাগ্রস্ত শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর এই দুর্ঘটনা।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা শূন্যে ঝুলছে। তীব্র আতঙ্কিত যাত্রীরা। ট্রেনের পিছনের দুটি কামরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ। নিউজলপাইগুড়ির কাছে দুর্ঘটনার জন্য উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বিপর্যস্ত।

   

শিয়ালদহ থেকে এনজেপি ও আলিপুরদুয়ার হয়ে অসমের গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত যাতায়াত করে কাঞ্চনজঙ্ঘা।

এদিন এনজেপি স্টেশন ছাড়ার পর রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ হয়। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা পৌঁছেছেন। বিকট শব্দ পান স্থানীয়রা।

মাত্র একদিন আগে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা পথ সম্প্রসারিত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান আগামী ১৮ই জুন থেকে আগরতলা পার করে ত্রিপুরার সবরুম স্টেশন থেকে যাত্রা শুরু করবে শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

রেলমন্ত্রীর এই ঘোষণায় দক্ষিণ ত্রিপুরার বাসিন্দাদের কাছে সরাসরি রেল পথে আগরতলা বদরপুর (শিলচরের নিকটবর্তী) গুয়াহাটি, নিউজলপাইগুড়ি হয়ে কলকাতা পর্যন্ত আসা যাওয়া এক ট্রেনেই সম্ভব। ফলে তারা স্বস্তিতে ছিলেন। এর মাঝেই ঘটে গেল আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। রেল সূত্রে খবর একাধিক যাত্রী নিহত।