HomeWest BengalNorth BengalKaliyaganj Files: কালিয়াগঞ্জ অশান্তির মাঝেই সরানো হল থানার আইসিকে

Kaliyaganj Files: কালিয়াগঞ্জ অশান্তির মাঝেই সরানো হল থানার আইসিকে

- Advertisement -

পুলিশের গুলিতে যুবকের মৃত্যু নিয়ে কালিয়াগঞ্জে ( Kaliyaganj) চাঞ্চল্য। আইসি দীপাঞ্জন দাসকে সরানো হয়েছে শুক্রবার। আইসি পদে আনা হয়েছে সুবলচন্দ্র ঘোষকে। কালিয়াগঞ্জ থানায় হামলা কাণ্ডে শুক্রবার পর্যন্ত মোট ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠা কালিয়াগঞ্জে থানায় আগুন ও পুলিশকর্মীদের মারধরে অভিযুক্তদের আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের ধরতে গিয়ে গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই যুবকের।

   

প্রতিবাদে বিজেপির ডাকে শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্‌ধে মিশ্র সাড়া জেলাগুলোতে। বিভিন্ন জায়গায় দোকান, বাস ভাঙচুর, অবরোধ, সরকারি অফিসে ঢুকে হামলা, পথচারীকে মারধরের পরও বন্‌ধের তেমন প্রভাব কালিয়াগঞ্জ ছাড়া কোথাও ছিল না। অবরোধ তুলতে লাঠি চালাতে হয়েছে পুলিশকে।

উত্তরবঙ্গে বন্‌ধকে কেন্দ্র করে বিজেপি সমর্থকরা বিভিন্ন জায়গায় সরকারি বাসে ভাঙচুর চালিয়েছে। সরকারি বাসের চালককে মারধরের অভিযোগ রয়েছে। আটকে দেওয়া হয় ট্রেন। বাস ও টোটোর যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

এদিকে, শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও খগেন মুর্মু বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই বলে সরব হয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular