ধস নেমে যেন মৃত্যুর গুহা! রাতেই কালিম্পং-গ্যাংটক যোগাযোগ বিচ্ছিন্ন

ভয়াবহ দৃশ্য! গাড়ির হেডলাইটে যারা দূর থেকে দেখেছেন তারা বলছেন ঠিক যেন মৃত্যুর গুহা। বিরাট হাঁ করা মুখ সবকিছু গিলে নিতে প্রস্তুত। ধস নেমে এমনই…

Kalimpong-Gangtok NH 10 Severed Due to Massive Landslide

short-samachar

ভয়াবহ দৃশ্য! গাড়ির হেডলাইটে যারা দূর থেকে দেখেছেন তারা বলছেন ঠিক যেন মৃত্যুর গুহা। বিরাট হাঁ করা মুখ সবকিছু গিলে নিতে প্রস্তুত। ধস নেমে এমনই পরিস্থিতি (NH 10 landslide) ১০ নম্বর জাতীয় সড়কে।

   

রাতেই বিচ্ছিন্ন হয়ে গেল শিলিগুড়ি-কালিম্পং হয়ে সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়ার সড়ক যোগাযোগ। কারণ ১০ নম্বর জাতীয় সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। সেতিঝোরার কাছে এই ধস নেমেছে। কালিম্পং ও দার্জিলিং জেলা প্রশাসনের সতর্কতা এই পথটি এড়িয়ে চলুন। মঙ্গলবার সকালের আগে পরিস্থিতি স্পষ্ট হবে না।

কালিম্পং জেলা প্রশাসনের সতর্কতা, অনুগ্রহ করে সমস্ত সিকিম, কালিম্পং এবং শিলিগুড়ির যাত্রীরা গোরুবাথান লাভা-ঋষি পথ আপাতত ব্যবহার করা যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক 10-এ সমস্ত ধরণের যানবাহন থামানো হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বলেছেন পূর্ত বিভাগ (PWD) পরিস্থিতির মূল্যায়নের পর ট্রাফিক চলাচলের আদেশ জারি করা হবে।

কালিম্পংয়ের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, জাতীয় সড়কে সেতিঝোরার কাছে কয়েকটি মালবাহী গাড়ি কোনোরকমে ধসের মুখে থেমে যায়। সামাজিক মাধ্যমে সেই ধসের অংশ ছড়িয়েছে। ছবি দেখে জারি হয়েছে সতর্কতা।