
দাবদাহ থেকে ধীরে ধীরে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) কি জাঁকিয়ে পড়ছে শীত! জলপাইগুড়িতে সোয়েটার গায়ে দিয়ে স্কুল করল পড়ুয়ারা।
গরমের ছুটি নিয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোরদার তরজা। দার্জিলিং, কালিম্পং নয় উত্তরবঙ্গের সব জেলায় গরমের ছুটি কিছুদিন পরে দিলে ভালো হয়। ইতিমধ্যেই এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। আর তীব্র গরমের জেরে আগামী সপ্তাহ থেকে রাজ্যে গরমের ছুটি জারি করা হয়েছে। তার মধ্যেই উল্টো ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে।
শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও যা অব্যাহত ছিল। ফলে বেশ হিমেল অনুভূতি হচ্ছে বাসিন্দাদের। তাপমাত্রাতেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। জলপাইগুড়িতে কচিকাঁচারা সোয়েটারের পাশাপাশি কেউ কেউ আবার মাথায় মাফলার-টুপি দিয়েও স্কুলে আসে। এই অবস্থায়, অভিভাবকদেরও সাফ বক্তব্য গরমের ছুটি পরে দিলেই ভালো হয়।
এক ক্ষুদে পড়ুয়া জানিয়ে, এখন কেনো যে স্কুল ছুটি দিল। পরে ছুটি দিলেই ভালো হত। উত্তরবঙ্গের পরিবেশ ঠান্ডা। তাই অভিভাবক থেকে পড়ুয়া কেউ চাইছে না গরমের ছুটি। আর এতেই প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়িয়েছে রাজ্য সরকারের দিকে।










