Jalpaiguri: তৃ়ণমূল ও বাম সমর্থকরা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল, চালসায় নামল কেন্দ্রীয় বাহিনী

সিপিআইএম ও তৃণমূল সমর্থকরা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুপক্ষ পরস্পরের দিকে তেড়ে গেল। যে যাকে পারল ফেলে পেটাল। পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক সংঘর্ষে সরগরম (Jalpaiguri) জলপাইগুড়ি।

জেলার চালসার মেটেলি ব্লকের ডাঙাপাড়ায়। তীব্র সংঘর্ষের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।জানা যাচ্ছে, রবিবার দুপুরে সিপিআইএমের মিছিল যাচ্ছিল। অভিযোগ, সেই মিছিলে হামলা চালায় তৃণমূল। তবে তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

   

এদিকে তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একাধিক জখম। উভয় পক্ষে প্রায় ২০ জন কর্মী সমর্থক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় থমথমে পরিবেশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন