Jalpaiguri: কচি পাঁঠার লোভে খাঁচাবন্দি চিতা

গায়ে চাকা চাকা দাগ। আক্রমণাত্মক চাউনি। তার গর্জনে শিউরে ওঠে সকলে। এবার নাগরাকাটার ভগৎপুর চা বাগানে খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। শনিবার ভোরে…

Five Snow Leopards Join Darjeeling Zoo

short-samachar

গায়ে চাকা চাকা দাগ। আক্রমণাত্মক চাউনি। তার গর্জনে শিউরে ওঠে সকলে। এবার নাগরাকাটার ভগৎপুর চা বাগানে খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। শনিবার ভোরে সেখানকার তুরিয়া লাইন নামে শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে পেতে রাখা খাঁচায় বন্দি হয় চিতা।

   

জলপাইগুড়িতে চিতার আতঙ্কে চা বাগানের কর্মীদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়। চা পাতা তুলতে গেলে সম্মুখীন হতে হয় চিতার। এখনো পর্যন্ত বহু শ্রমিক আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বহু। তাই এবার বাঘ ধারার ফন্দি। পাতা হল ফাঁদ।

পেতে রাখা সেই ফাঁদে ধরা পড়ে চিতা বাঘ। এরপরে শুরু করে তার আর্তনাদের গর্জন। তা শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসে। ধীরাজ মাহালি নামে বাগানের এক শ্রমিক জানান, ছাগলের টোপ দিয়ে একটি ফাঁদ পাতা হয়েছিল। ওই লোভেই চিতা বাঘটি ধরা পড়ে।

বন দফতরের রেঞ্জার সজল দে জানিয়েছেন, পুরুষ চিতা বাঘটিকে ধরে এদিন সকালে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক সময় জঙ্গলে খাদ্যের যোগান কম থাকায় বাঘ জনবসতি এলাকায় ঢুকে পড়ে। যার ফলে প্রবল বিপত্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

তবে এই বিশাল চিতাবাঘ ধরা পড়ায় রীতিমত আতঙ্কে এলাকাবাসীরা। বাঘের তাণ্ডবে রীতিমত নাঝেহাল হতে হয় বহু মানুষকে। সেই সুবাদে বাঘ ধারার তাগিদে ফাঁদ পাতা হয়। অবশেষে ধরা পড়ে সেই বিশাল মাংস খেকো প্রাণী। যার ফলে রীতিমতো স্বস্তিতে এলাকাবাসী।