Sunday, December 7, 2025
HomeWest BengalNorth BengalJalpaiguri: শান্তিপূর্ণ ভোটের পর নীরব ধূপগুড়ি, 'চমকদার' ফলের অপেক্ষায় বিশ্লেষকরা

Jalpaiguri: শান্তিপূর্ণ ভোটের পর নীরব ধূপগুড়ি, ‘চমকদার’ ফলের অপেক্ষায় বিশ্লেষকরা

- Advertisement -

ভোট হয়েছিল শান্তিতে। ফল ঘোষণার আগে আরও নীরব জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি। উপনির্বাচনের ফলাফল শাসক তৃণমূল, বিরোধী দল বিজেপি ও বাম জোট কোনপক্ষে যাবে তা নিশ্চিত নয়। তবে বিশ্লেষকরা বলছেন, এই নীরবতা ঝড়ের ইঙ্গিত হতে পারে। চমকদার কিছু হতেই পারে। এর আগে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের পরাজয় ও কংগ্রেস-বাম জোটের জয় হয়েছিল। গণনায় কারচুপির আশঙ্কা করছে বিজেপি। তাদের আশঙ্কা কেন্দ্রটি হাতছাড়া হতে পারে।

ধূপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন। গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়েছে। ৮ সেপ্টেম্বর, শুক্রবার গণনা। উত্তরবঙ্গের এই বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী কারণ লড়াইয়ে নেমেছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী হয়ে অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।

   

ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। নির্বাচনের দু-দিন আগেই তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এর জেরে বিজেপি শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে চলে যান। নিজেদের ভোট ধরে রাখার দাবি করেছে সিপিআইএম। তবে জোট শরিক কংগ্রেসের ভোট কতটা আসবে তা নিয়ে চিন্তিত বাম শিবির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular