Jalpaiguri: বর্ষায় বিরল দৃশ্য ! ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা

ফের ঘুমন্ত বুদ্ধের অপরূপ দৃশ্যের দেখা মিলেছে ধূপগুড়ি থেকে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে সাধারণ মানুষ, পর্যটকদের ভিড়। সোমবার ডুয়ার্সের আকাশ পরিষ্কার হওয়ায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের দেখা মিলল ধূপগুড়ির বিভিন্ন জায়গা থেকে।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছেন শহরবাসী। জুলাই মাসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের দেখা পাওয়ার কথা ভাবতেই পারছেন না পর্যটকরা। গত বছর নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের দেখা মিলেছিল ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে।

   

স্থানীয়রা বলছেন, এই অপরূপ দৃশ্য তারা মূলত শীতকালে দেখতে পান। বছরের এই সময়ে এরূপ দৃশ্য বিরল। এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিং যেতে হচ্ছে না। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

এমনিতে বর্ষার সময় আকাশ মেঘে ঢেকে থাকে। ফলে তুষারে মোড়া কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়না। শীতে আকাশ পরিষ্কার থাকায় উত্তরবঙ্গের কয়েকটি এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার শীর্ষগুলি দেখা যায়। এই শীর্ষগুলিকে অনেকে ঘুমন্ত বুদ্ধ বলেন। এবার বর্ষার মরশুমে প্রকৃতির খেয়ালে সেই পর্বত শিখর দেখা গেল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন