সুকান্তর খাসতালুকে চলল বুলডোজার! অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল মমতার পুলিশ

বালুরঘাট : বেআইনি দখলদার উচ্ছেদে উঃ প্রদেশের মত বুলডোজার চললো এই বাংলাতেও (Balurghat)। বুলডোজার দিয়ে রীতিমতো বেআইনি ভাবে দখল করে থাকা রাস্তার ধারের সরকারি জমি…

বালুরঘাট : বেআইনি দখলদার উচ্ছেদে উঃ প্রদেশের মত বুলডোজার চললো এই বাংলাতেও (Balurghat)। বুলডোজার দিয়ে রীতিমতো বেআইনি ভাবে দখল করে থাকা রাস্তার ধারের সরকারি জমি মুক্ত করলো এরাজ্যের তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা (Balurghat)।

বৃহস্পতিবার বালুরঘাট শহরের ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে বুলডোজার সহ অভিযানে নেমেছিল প্রশাসন। অভিযানে বালুরঘাট পৌরসভার পাশাপাশি যৌথ ভাবে অংশ নিয়েছিল বালুরঘাট থানার পুলিশও। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে দুর্ঘটনা এড়াতে এবং পথ চলতি সাধারণ মানুষের সুবিধার্থে সর্বত্র ফুটপাত দখল মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার পরেই সপ্তাহ আগে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এবং বালুরঘাট আইসি নেতৃত্বে একটি বিশেষ টিম রাস্তায় বেরিয়ে জবর দখলকারী ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করে।

   

সেই সঙ্গে দশই জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। মাইক দ্বারা ঘোষণাও করা হয়েছিল যে ১০ জুলাই এর মধ্যে দখলমুক্ত করা না হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই সময়সীমা অতিক্রান্ত হতেই বৃহস্পতিবার সকালে পুলিশ ও পুরসভা যৌথভাবে অ্যাকশনে নেমে পড়ে। ১০ জুলাই এর মধ্যে বেশ কিছু ব্যবসায়ী ফুটপাত ফাঁকা করে দিলেও অনেকেই তা মানেন নাই।

স্কুলে ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা, অগ্নিসংযোগ-গাড়ি ভাঙচুর

এদিন বালুরঘাটের থানা মোড় থেকে রীতিমতো অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করছে। এ কাজে কোদাল গাইতির পাশাপাশি বুলডোজারও ব্যবহার করা হয়েছে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং সেইসঙ্গে বালুরঘাট ছাড়ার আইসি শান্তিনাথ পাঁজা স্বয়ং। পাশাপাশি পুরসভার কর্মী এবং বিশাল পুলিশবাহিনীও রাস্তায় নেমেছিল। থানা মোড়ে অভিযানে নেমেই শুরু হয় বুলডোজারের একশন। সাধারণের চলাচলের ফুটপাত ঢেকে থাকা একটি মিষ্টির দোকানের বারান্দা ভেঙে ফেলা হয়। একই ভাবে একশন চলেছে জোড়া ব্রিজ ও ট্যাক্সিস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায়।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন উৎপাত তখন মুক্ত করার জন্য আগে থেকেই ব্যবসায়ীদের মাইক দ্বারা নির্দেশ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ১০ই জুলাই পর্যন্ত সময়সীমা ও বেঁধে দেওয়া হয়। কিন্তু দেখা গেছে সেই সময়ের মধ্যে বেশ কিছু ব্যবসায়ী ফুটপাত থেকে তাদের দোকানের অংশ ভেঙে নেন নাই। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবারের এই অ্যাকশান অভিযান।

আগুন দাম সবজির, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁকুড়গাছির ভিআইপি বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্স

অন্যদিকে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন ফুটপাত দখল মুক্ত করার এই অভিযানে কোথাও কোন প্রতিরোধের মুখে পড়তে হয়নি।