উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নয়া পরিকল্পনা আইএফএ’র

ifa-shield-participation-paro-fc-uncertain-dhaka-mohammedan

একেবারেই ভালো নেই উত্তরবঙ্গ (North Bengal)। ভয়াবহ দুর্যোগের ফলে বর্তমানে গৃহহীন বহু মানুষ। এমনকি প্রান ও হারাতে‌ হয়েছে সেখানকার বেশকিছু মানুষদের। এই পরিস্থিতিতে উত্তরের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ইতিমধ্যেই সেই ছবি উঠে এসেছে বারংবার। সেই পথেই এবার হাঁটল বঙ্গীয় ফুটবল ফেডারেশন তথা আইএফএ। উত্তরবঙ্গের বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে এবার অভিনব পরিকল্পনা গ্ৰহন করল রাজ্যের এই ফুটবল সংস্থা।

Advertisements

উল্লেখ্য, গত ৮ই অক্টোবর থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। গত তিন বছরের বিরতির পর ময়দানে ফিরেছে এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট। এক্ষেত্রে ম্যাচ সংখ্যা কিছুটা কম থাকলেও একটু ও কমেনি জনপ্রিয়তা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে টুর্নামেন্টের গ্ৰপ পর্যায়ের একাধিক ম্যাচ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ১৮ ই অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ। সেই নিয়ে ইতিমধ্যেই টিকিট ছাড়া হয়েছে “ডিস্ট্রিক্ট” নামক অনলাইন প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই ঝড়ের বেগে বিকোতে শুরু করেছে সেগুলি।

   

ifa-shield-2025-final-ticket-sales-support-north-bengal-flood-relief

Advertisements

জানা গিয়েছে এবারের এই ফাইনাল ম্যাচের টিকিট থেকে সংগৃহীত অর্থের একটি অংশ প্রদান করা হবে উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে একটি পোস্টের মধ্যে দিয়ে সেটি জানিয়ে দিয়েছে আইএফএ কতৃপক্ষ। যেখানে লেখা হয়েছে ” উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত অসংখ্য মানুষ। প্রাণহানি হয়েছে একাধিক মানুষের। এই বন্যা পীড়িত অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। চলতি আইএফএ শিল্ডের মাধ্যমে এই সব অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানবিক উদ্যোগের পরিকল্পনা আইএফএর।”

সেখানে আরও বলা হয়, ” ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে তুলে দেবে ফেডারেশন।” যা ইতিমধ্যেই নজর কেড়েছে বাংলার সকল ফুটবলপ্রেমীদের।