Jalpaiguri: নেই পর্যাপ্ত নিরাপত্তা ও সাম্মানিক অবশেষে বিক্ষোভে সামিল ভোটকর্মীরা

রাত পোহালেই পঞ্চায়েত ভোট অথচ নিরাপত্তায় নেই কোনো কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে মিলছে না যোগ্য সাম্মানিক। অভিযোগে (Jalpaiguri) জলপাইগুড়ির রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের ডিসিআরসি’তে বিক্ষোভে শামিল শতাধিক ভোটকর্মী। নিরাপত্তা না পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি।

জানা গিয়েছে, রাজগঞ্জ পঞ্চায়েতের জন্য ডিসিআরসি করা হয়েছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলে। এখানে ভোট করার সমস্ত সরঞ্জাম পেলেও নিরাপত্তা ও সাম্মানিক না পাওয়ায় রাজগঞ্জ ডিসিআরসিতে বিক্ষোভের শামিল শতাধিক ভোট কর্মী।

   

দিব্যেন্দু সাহা নামে এক ভোট কর্মী জানিয়েছেন, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমরা নিয়েছি। কিন্তু আদালতের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী থাকার কথা আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এর সঙ্গে আমাদের খরচের টাকাও দেওয়া হচ্ছে না”।

রীতিমতো কেন্দ্রীয় বাহিনী না পেয়ে নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন বহু ভোট কর্মীরা তাদের একটাই দাবি তাদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা যেন করা হয়। এর সঙ্গে তাদের প্রাপ্ত সাম্মানিক যেন দেওয়া হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন