ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। নাকা চেকিং এ উদ্ধার প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা। জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) ধূপগুড়িতে উপনির্বাচনের আগে এই টাকা কেন আনা হচ্ছিল প্রশ্ন উঠেছে। ভোট কেনার ছক? ভোটের আগেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় সন্দেহ বেড়ে চলেছে। আটক করে জিজ্ঞাসাবাদ ছয় অসমের বাসিন্দাকে। ধুপগুড়ি শালবাড়ী নাকা চেকিং পয়েন্টে বিহারগামী একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়। পুলিশের নজরে আসতেই তারা গোটা গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
আর কিছুদিনের মধ্যেই ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন। সেই হেতু বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে নাকা চেকিং। শালবাড়ি এলাকাতেও পুলিশ চেকপোস্টে চলছিল চেকিং। ঠিক ওই সময় গাড়ির মধ্যে পুলিশের নজরে আসে এই টাকা।
তড়িঘড়ি পুলিশের তরফে এই বিষয়টি জানানো হয় নির্বাচন কমিশনের লাইং স্কোয়াড টিমকে। উদ্ধার করা হয় প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা। তদন্তকারীরা জানিয়েছেন, সমস্ত নোট সেখানে রয়েছে শুধুমাত্র ৫০০ টাকায়। পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলেই অসমের বরপেটার বাসিন্দা।
তবে অন্যদিকে ধৃতরা দাবি করেছেন যে, তারা সকলেই দুধের ব্যবসা করেন। তারা মহিষ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। যদিও এ বিষয়ে তদন্তকারীরা জানিয়েছে ধৃতরা এখনও পর্যন্ত টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।