Alipurduar: ঐতিহাসিক হলং বাংলো যেন জতুগৃহ, পর্যটক মহলে ক্ষোভ

দেশের পর্যটন মানচিত্রে অন্যতম আলিপুরদুয়ারের (Alipurduar) জলদাপাড়া হলং বাংলো। বিখ্যাত ও প্রাচীন এই বাংলো অগ্নিকান্ডে পুড়ে ছাই। সামাজিক মাধ্যমে জ্বলতে থাকা হলং বাংলোর ছবি দেখে…

holong buglow

দেশের পর্যটন মানচিত্রে অন্যতম আলিপুরদুয়ারের (Alipurduar) জলদাপাড়া হলং বাংলো। বিখ্যাত ও প্রাচীন এই বাংলো অগ্নিকান্ডে পুড়ে ছাই। সামাজিক মাধ্যমে জ্বলতে থাকা হলং বাংলোর ছবি দেখে স্তম্ভিত পর্যটকরা। 

জলদাপাড়া হলং বাংলো তে হঠাৎ আগুন কী করে লাগল উঠছে প্রশ্ন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তবে ভীষণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিখ্যাত বন বাংলো।

   

ডুয়ার্সের  মাদারিহাটের জলদাপাড়া হলং বাংলোয় আজ হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,  রাত সাড়ে নয়টার হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাংলোয়। আগুনের কারণে ঘন ধোঁয়া ছেয়ে গেছে এলাকায়। মুহুর্তের মধ্যে পুরে শেষ হয়ে যায় পুরো বাংলো।

জেলা বনবিভাগ সূত্রে খবর, ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় হলং বাংলোটিতে কোনও পর্যটক ছিলেন না।  উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি জানিয়েছেন, হলং বাংলোয় আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

১৯৬৭ সালে জলদাপাড়া জঙ্গলের ভেতর এই বাংলোটি তৈরি হয়। বাংলা ভ্রমণ সাহিত্যিকদের লেখায় হলং বাংলোর কথা বারবার এসেছে। বিভিন্ন বন্যজন্তু ও পাখি দেখতে হলং আসেন দেশ-বিদেশের পর্যটকরা।