অর্থাভাবে যেন বন্ধ না হয় সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর নির্মাণ কাজ: হাইকোর্ট

north bengal circuit benches

হাইকোর্টের (High court ) সার্কিট বেঞ্চের (north bengal circuit benches) স্থায়ী পরিকাঠামোর নির্মাণ কাজ যেন কোনও ভাবেই থেমে না থাকে অর্থের অভাবে, তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব।

রবিবার জলপাইগুড়ি সার্কিট হাউজের গার্ড অফ অনার নিয়ে প্রধান বিচারপতি বিচার বিভাগ ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি। সেখানে বৈঠক সেরে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় এর সার্কিট বেঞ্চ এর স্থায়ী পরিকাঠামো নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং অস্থায়ী সার্কিট বেঞ্চ ঘুরে দেখেন।

   

পাহাড়পুরের জাতীয় সড়কের ধারে প্রায় ৪০ একর জমিতে স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আর এই প্রকল্পের জন্য ৩৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে এখনও পর্যন্ত ২৯ কোটি টাকা হাতে পেয়েছে বলে জানা গিয়েছে। গত বছর ১২ ফেব্রুয়ারি স্থায়ী পরিকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছিল। এছাড়াও রবিবার প্রধান বিচারপতি জানান অস্থায়ী বেঞ্চ খুব ছোট জায়গার মধ্যে তৈরি হচ্ছে।

এছাড়াও স্থায়ী বেঞ্চে অডিটোরিয়াম হল, লাইব্রেরী, প্রধান বিচারপতি আবাস, সুইমিং পুল, ক্লাব ও অন্যান্য পরিকাঠামোর কাজ প্রকল্পের টাকার মধ্যে ধরা আছে কিনা তা জেনে নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রধান বিচারপতি জেলা প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে জলপাইগুড়ি পর্যটন কেন্দ্রগুলির কথা জানতে চেয়েছেন। এদিন প্রধান বিচারপতির সঙ্গে জলপাইগুড়ি জেলা বিচারক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সার্কিট বেঞ্চ এর বর্তমান বিচারক মৌসুমী ভট্টাচার্য সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন