HomeWest BengalNorth Bengalচোপড়ায় মনোনয়ন চলাকালীন গুলি, একাধিক বাম-কংগ্রেস প্রার্থী জখম

চোপড়ায় মনোনয়ন চলাকালীন গুলি, একাধিক বাম-কংগ্রেস প্রার্থী জখম

- Advertisement -

উত্তর দিনাজপুরের চোপড়ায় তীব্র সংঘর্ষ। চলেছে গুলি। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। গুলিবিদ্ধ একাধিক। সবাই বাম ও কংগ্রেস প্রার্খী বলে জানা যাচ্ছে। গুলি চলেছে এলোপাথাড়ি।

এদিন মনোনয়ন জমার শেষদিন। চোপড়ায় সকাল থেকে মিছিল করে বাম ও কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন। সেই মিছিলে গুলি চলে। অভিযোগ স্থানীয়রা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গুলি চালায়। গুলি লেগে একাধিক রক্তাক্ত।পরিস্থিতি তীব্র আতঙ্কের। গুলি চালানো হয় চোপড়ার রাস্তায়। রাজপথে পড়ে একাধিক।

   

গত কয়েকদিন মনোনয়ন জমা করতে না পেরে আজ শেষদিনে দলবেঁধে আসছিল। বিডিও দফতরের কিছু আগে হামলা হয়।নিহত এক জন

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular