হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কালী প্রতিমার পুনঃপ্রতিষ্ঠা করল পুলিশ

Elephant Attack Damages Kali Temple

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত খোয়ারডাঙ্গা গচিমারী তেঁতুলতলা গ্রামে স্থানীয় বাসিন্দারা এক মানবিক উদ্যোগের সাক্ষী হলেন। বৃহস্পতিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে খাদ্যের সন্ধানে বেরিয়ে আসে হাতির একটি দল। তারা চাষের জমিতে ধান ও অন্যান্য ফসলের ক্ষতি করে, এবং এলাকার একটি পুরনো কালী মন্দিরেও (Kali Temple) আঘাত হানে। মন্দিরের প্রতিমা ও মন্দিরের চৌহদ্দির কিছু অংশ ভেঙে যায়, যা দেখে এলাকাবাসীর মন ভারাক্রান্ত হয়ে পড়ে।

Advertisements

ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতে কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে নতুন কালী প্রতিমা নিয়ে আসে মন্দিরে। ওসি অনির্বাণ মজুমদার এবং তাঁর সহকর্মীরা গ্রামবাসীদের সঙ্গে মিলে নিয়ম নীতি মেনে পূজার আয়োজন করেন এবং কালী প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মন্দিরের অংশগুলোও সারাই করেন পুলিশকর্মীরা।

ওসি অনির্বাণ মজুমদার বলেন, “আমরা পুলিশ হিসেবে শুধু আইন-শৃঙ্খলার কাজ করিই না, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বও আমাদের। মন্দিরের প্রতিমা ভাঙা দেখে আমরা সিদ্ধান্ত নিই যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রতিমা এনে গ্রামবাসীর পূজার অধিকার ফিরিয়ে দেবো।”

Advertisements

গ্রামবাসীরা পুলিশের এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পুলিশ প্রশাসনের এই মানবিক দিক দেখে আমরা অভিভূত। এই ধরনের সহযোগিতা ও উদার মনোভাব সত্যিই প্রশংসার যোগ্য।”

এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল, প্রয়োজনের সময় পুলিশকর্মীরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির এই মানবিক উদ্যোগ আলিপুরদুয়ার জেলার মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা এবং শ্রদ্ধা আরও বাড়িয়ে তুলেছে।