Siliguri: মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম যুব সংগঠনের হেলমেট প্রতিবাদ

যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তা নিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ডিওয়াইএফআই (DYFI)। মঙ্গলবার শিলিগুড়িতে (Siliguri) মাথায় হেলমেট…

Siliguri: মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম যুব সংগঠনের হেলমেট প্রতিবাদ

যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তা নিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ডিওয়াইএফআই (DYFI)।

মঙ্গলবার শিলিগুড়িতে (Siliguri) মাথায় হেলমেট পড়ে এবং থালা বাজিয়ে বিক্ষোভ দেখালো ডি ওয়াই এফ আই এবং এস ইউ সি আই-এর কর্মীরা। এদিন শিলিগুড়ির ভেনাস মোড় এবং হাসমি চকে মূল্যবৃদ্ধি এবং বাড়তি জিএসটির জন্য বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে DYFI- এর দার্জিলিং শাখার সভাপতি অনিমেশ ঘোষ জানান, ‘বিজেপী এবং তৃণমূল কংগ্রেস একে অন্যের পরিপূরক। এরা বাইরে একে অন্যের বিরুদ্ধে বললেও ভিতরে ভিতরে একে অন্যকে সাহায্য করে আসছে। আজকে জিনিসের দাম এবং জিএসটি এমন জায়গায় পৌছে গেছে যে সাধারন মানুষকে দুবার ভাবতে হবে কোনও কিছু কিনতে গেলে। মুখ্যমন্ত্রী নিজে কোনও প্রতিবাদ করছেন না।এ র মানে এই যে বিজেপি এবং তৃণমূল একই জায়গায় আছে।’

   

তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের দীর্ঘশ্বাস এদের কানে পৌঁছায় না। আজকে জিএস টি এমন জায়গাতে পৌছে গেছে মানুষের বসতেও এরপরে ট্যাষ্ক লাগবে।আজকে আমরা এর প্রতিবাদ করলাম আগামীতে আরো বড় প্রতিবাদ করবো আমরা।’

এদিন জিএসটি বাড়ার কারণে প্রত্যেকটি শপিং মলে গিয়ে তিন মিনিট করে অবস্থান বিক্ষোভ দেখান ডিওয়াই এফ আই এর সদস্য এবং সমর্থকেরা।

Advertisements