Chopra Attack: রাস্তা দিয়ে দৌড়চ্ছে এক বাম সমর্থক। তার পিঠে আর একজন। গুলিবিদ্ধ সেই ব্যক্তির পাশে দলীয় পতাকা নিয়ে আর কয়েকজন। তাদেরই একজন রক্তাক্ত বাম সমর্থকের মুখে গামছা জড়িয়ে দিলেন। চোপড়ার বিডিও অফিসের কাছে ভয়াবহ গুলি চালনোর ঘটনার পর এই ছবি রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে।
উত্তর দিনাজপুরের চোপড়ায় কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ বাম-কংগ্রেস সমর্থকদের মধ্যে এক জন নিহত। তাকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম। জানানো হয়, আরও কয়েকজন জখম।
পঞ্চায়েত মনোনয়নের প্রথম দিনে মুর্শিদাবাদের খড়গ্রামে গুলি করে খুন করা হয় কংগ্রেস সমর্থককে। আর মনোনয়নের শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিতে নিহত সিপিআইএম সমর্থক। তবে জখম আরও কয়েকজন আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এদিন বাম ও কংগ্রেসের প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন। তখনই হামলা হয়।
চোপড়ার ঘটনার পর রাজ্য সরগরম। সিপিআইএম রাজ্য কমিটি জানিয়েছে, ‘নির্বাচন কমিশনের অপদার্থতা, পুলিশ প্রশাসনের একাংশের দলদাসের ভূমিকার প্রতিবাদে আজ বিকেলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে প্রতিবাদ জানাতে, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ।’