Alipurduar: ‘চোর ধরো জেল ভরো’ শ্লোগান তুলে বিক্ষোভে সিপিআইএম

এএসএসসি নিয়োগ দুর্নীতির জেরে রাজ্য জুড়ে চলছে ‘চোর ধরো জেল ভরো’ এই শ্লোগানে বামফ্রন্ট সমাবেশ মিছিল। মঙ্গলবার বিভিন্ন দাবিতে সিপিআইএমের পক্ষ থেকে আলিপুরদুয়ার (Alipirduar) পুরসভা অভিযান কর্মসূচি পালন করা হল ।

এদিন গোটা শহর পরিক্রমা করে মিছিলটি পুরসভার সামনে শেষ হয় এবং সেখানেই কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘক্ষন চলে এই বিক্ষোভ ।

   

আলিপুরদুয়ার পুরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দ্রুত চালু , বাড়ি বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালু সহ একগুচ্ছ দাবি সহ এদিন সিপিআইএমের পক্ষ থেকে চেয়ারম্যানকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।

এ বিষয়ে সিপিআইএম নেতা অরুপ পাকড়াশি জানান , আলিপুরদুয়ার পুরসভা একাধিক দুর্নীতে জড়িয়ে পড়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে কর্মীরা। পাশাপাশি চেয়ারম্যান ও কাউন্সিলার এই কাজের সঙ্গে জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন সিপিআইএম নেতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন