বিএসএফের গুলিতে কোচবিহারের (Coochbehar) যুবক প্রেমকুমার বর্মনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও ডাক দিয়েছেন তৃ়নমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার জেলা টিএমসির তরফে হবে ঘেরাও। পরিস্থিতি গরম। অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামানিকের বাড়ি ঘিরে নিরাপত্তার কড়া বলয় করল রক্ষীরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে এদিএদিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে টিএমসি সমর্থকরা আসছে। এই ঘেরা়ও কর্মসূচি ঘিরে উত্তেজনা। মন্ত্রীর বাড়ি থেকে ৪০০ মিটার দূরে মঞ্চ বেঁধেছে তৃণমূল কংগ্রেস। অশান্তি এড়াতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন।
বিজেপির দাবি, মন্ত্রী নিশীথকে অহেতুক নিশানা করা হচ্ছে। বিএসএফের গুলি চালনায় নিহত যুবক। এটি দু:খজনক ঘটনা। এর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনও যোগ নেই।