HomeWest BengalNorth BengalCoochbehar: 'বাংলাদেশ থেকে এসে TMC সমর্থককে গুলি করে খুন', নিশানায় বিএসএফ

Coochbehar: ‘বাংলাদেশ থেকে এসে TMC সমর্থককে গুলি করে খুন’, নিশানায় বিএসএফ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর তীব্র সংঘাত। একাধিক টিএমসি সমর্থক গুলিবিদ্ধ।

- Advertisement -

কোচবিহারের (coochbehar) দিনহাটায় টিএমসি সমর্থককে গুলি করে খুনের ঘটনায় বিতর্কের জল গড়াল বাংলাদেশের দিকে। তদন্তে নেমে পুলিশের দাবি, এদিন ভোরে যে হামলা হয়েছে তাতে জড়িত বাংলাদেশ থেকে সীমান্ত পার করে আসা দুষ্কৃতিরা। তারা সীমান্ত পার করে ভারতে ঢুকে হামলা চালিয়েছে। পুলিশের দাবিতে তীব্র বিতর্ক।

মঙ্গলবার ভোর রাতে দিনহাটার গীতালদহে টিএমসি ও বিজেপির সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। গুলিবিদ্ধ একাধিক। গুলিতে নিহত এক। নিহত ও আহতরা তৃ়ণমূল সমর্থক বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

   

জেলা তৃণমূূলের দাবি, হামলাকারীরা বিজেপির ভাড়া করা। আর বিজেপির দাবি,দুই দল গোরু পাচারকারীর সংঘর্ষ হয়েছে।

সোমহার কোচবিহারে পঞ্চায়েত ভোটের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন বিএসএফ ভয় দেখাবে। আর সীমান্ত এলাকায় গুলি করে খুনের ঘটনায় বাংলাদেশ থেকে খুনিরা ঢুকেছিল বলে পুলিশের দাবিতে বি়এসএফের দিকেও অভিযোগের আঙুল উঠছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular