Coochbehar: দিনহাটায় তৃণমূল সমর্থককে গুলি করে খুন, একাধিক জখম

মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে (coochbehar) জনসভা করার পরেই রক্তাক্ত দিনহাটা। তৃণমূল কংগ্রেস সমর্থককে গুলি করে খুন করার ঘটনা ঘটল। নিহতের নাম বাবু হক। একাধিক গুলিবিদ্ধ। পঞ্চায়েত…

মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে (coochbehar) জনসভা করার পরেই রক্তাক্ত দিনহাটা। তৃণমূল কংগ্রেস সমর্থককে গুলি করে খুন করার ঘটনা ঘটল। নিহতের নাম বাবু হক। একাধিক গুলিবিদ্ধ। পঞ্চায়েত ভোটে এই নিয়ে ১১ জন নিহত। দিনহাটায় গুলিবিদ্ধ টিএমসি সমর্থকদের অভিযোগ, হামলা করেছে বিজেপি।

Advertisements

একেবারে ঘরে ঢুকে গুলি করে মারা হয়েছে টিএমসি সমর্থককে। একইভাবে সম্প্রতি কোচবিহারে বিজেপি নেতাকে গুলি করে মারার ঘটনা ঘটে। আর পুরুলিয়ায় আদ্রা শহরে খুন করা হয় টিএমসি নেতাকে। সোমবার মুর্শিদাবাদের ডোমকলে তৃনমূল ও বাম সংঘর্ষে একাধিক গুলিবিদ্ধ হন। উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি করা হয়েছিল সিপিআইএম সমর্থকদের। এক জন মারা যান।

বিজ্ঞাপন

দিনহাটায় ফের গুলি করে খুনের ঘটনায় তীব্র উত্তেজনা।জানা যাচ্ছে এদিন ভোরে হামলা হয় গীতালদহে ওই টিএমসি কর্মীর বাড়িতে। এলোপাথাড়ি গুলি চালানো হয়। টিএমসি ও বিজেপির মধ্যে তীব্র সংঘর্ষের মাঝে গুলি চলে। পরিস্থিতি তীব্র উত্তেজনার। গত ১৯ দিনে পরপর খুনের ঘটনা ঘটেছে। সব মিলে নিহত মোট ১১ জন।

তৃ়ণমূল কংগ্রেসের অভিযোগ, হামলাকারীরা বহিরাগত। আর পুলিশের দাবি, বাংলাদেশ থেকে খুনি আনিয়ে তৃ়নমূল সমর্থককে গুলি করে মারা হয়। খুনের ঘটনায় জড়িত বিজেপি। তবে বিজেপি এই অ়ভিযোগ অস্বীকার করছে।