HomeWest BengalNorth BengalCoochbehar: দলকে ৫০ লাখ টাকা অনুদান! CPIM সমর্থক ললিতমোহন দিলেন জমির দলিল

Coochbehar: দলকে ৫০ লাখ টাকা অনুদান! CPIM সমর্থক ললিতমোহন দিলেন জমির দলিল

- Advertisement -

জীবনের প্রায় সব পুঁজি দলকে তুলে দিয়েছেন। ৫০ লাখ টাকা! এমন সমর্থক বাম শিবিরেই মিলবে গর্ব করে বলছেন CPIM নেতৃত্ব। তবে তাঁদের তাড়া করে বিগত বাম জমানার মু়খ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সদম্ভ উক্তিগুলো।

দলটা যে টানা সাড়ে তিন দশক সরকারে ছিল তা এখন আর কেউ বলতেও দুবার ঠোক্কর খাবে। এক যুগের বেশি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। বিধানসভা বিরোধী দল বিজেপি। বিধায়ক সংখ্যায় শূন্য হয়ে গিয়েছে সিপিআইএম। চরম প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি বলছেন খোদ বাম নেতারা। এই অবস্থায় দলের জন্য দরাজ দিল হচ্ছেন সমর্থকরা। তাদেরই একজন ললিতমোহন তালুকদার।

   

কোচবিহার জেলা সিপিআইএম জানিয়েছে, কিছু পার্টি যখন পার্টি অফিস আত্মসাৎ, জবরদখল কিংবা বিক্রির ধান্দায় মেতে আছে তখন ললিতমোহন দাশ তালুকদার তাঁর তিন শতক জমি যার আর্থিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দান করেছেন।

কোচবিহার সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায়ের হাতে জমির দলিল তুলে দেন ললিতমোহন তালুকদার। সিপিআইএম মাথাভাঙ্গা উত্তর আঞ্চলিক কমিটির জনসভায় ললিতমোহন তালুকদারকে সম্বর্ধনা জানানো হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular