Monday, December 8, 2025
HomeWest BengalNorth Bengalমহারাজার মূর্তি বসানোর কাজে ফের নামল ক্ষত্রিয় সোসাইটি

মহারাজার মূর্তি বসানোর কাজে ফের নামল ক্ষত্রিয় সোসাইটি

- Advertisement -

কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ মোড় সাগরদিঘির আমতলা চত্বরে ফের শুরু হল মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের কাজ। এই উদ্যোগে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি (Cooch Behar Kshatriya Society)। শনিবার সকাল থেকে গর্তে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সোসাইটির সদস্যরা।

উল্লেখ্য, বহু প্রতীক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অনুমতি মেলে এই ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি স্থাপনের। কিন্তু তা সত্ত্বেও, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির হস্তক্ষেপে এই মূর্তি বসানোর কাজ গতকাল রাতে আচমকা বন্ধ হয়ে যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় শহরের একাংশে। তবে তার জেরে পিছপা না হয়ে ক্ষত্রিয় সোসাইটি নিজেদের উদ্যোগে ফের কাজ শুরু করে।

   

এদিন দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি-র সহ-সভাপতি রাধাকান্ত বর্মা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মহারাজার মূর্তি বসানোর কাজ শুরু হয়েছে। আমরা কোনও রাজনৈতিক পক্ষ নিচ্ছি না। আমরা শুধু আমাদের ঐতিহ্য ও ইতিহাস রক্ষার দিকেই নজর দিচ্ছি। মহারাজার মূর্তি যেন সুষ্ঠুভাবে স্থাপন হয়, আমরা সেই উদ্দেশ্যেই এখানে উপস্থিত।”

তিনি আরও বলেন, “মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। এই মূর্তির মাধ্যমে সেই স্মৃতি ও গৌরবময় অতীতকে ধরে রাখা হবে।”

সূত্রের খবর, শনিবার সকাল থেকেই আমতলা মোড়ে প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কাজ শুরু হয়। গর্তে সিমেন্ট ও কংক্রিট ঢালাই সম্পূর্ণ হয়। কাজ চলাকালীন সেখানে নিরাপত্তার দিকেও নজর রাখা হয় বলে জানান সোসাইটির সদস্যরা।

স্থানীয় বাসিন্দা বাপি দাস বলেন, “আমরা চাই মূর্তি বসুক। এতদিন ধরে যেটা আটকে ছিল, সেটা অবশেষে শুরু হয়েছে দেখে ভালো লাগছে। এটা আমাদের সংস্কৃতির অংশ। রাজনীতি থেকে দূরে রেখেই যেন কাজ শেষ হয়, সেটাই চাওয়া।”

এদিকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন ও কোচবিহার থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বাহিনী। আপাতত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে।

সামগ্রিকভাবে, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে পুনরায় শুরু হওয়া কাজ শহরের মানুষকে আশার আলো দেখাচ্ছে। ক্ষত্রিয় সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব মূর্তি বসানোর কাজ সম্পূর্ণ করে আনুষ্ঠানিক উন্মোচনের পরিকল্পনা রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular