অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg) প্রয়াত হয়েছেন। তাঁর অকাল মৃত্যু কেবল অসম নয়, গোটা দেশকে শোকের ছায়ায় আবদ্ধ করেছে। গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র হারানোর ব্যথা এখনো অনুরাগীদের মনে তাজা। তাঁর অবদান এবং জনপ্রিয়তা যে সীমানা পেরিয়ে দেশব্যাপী ছড়িয়ে ছিল, তা এই শোককেও প্রতিফলিত করছে।
এই প্রেক্ষাপটে কোচবিহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক মহলে এবং সাংস্কৃতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। শহরের সবথেকে বড় উৎসব, কোচবিহারের বার্ষিক রাসমেলার মূল সাংস্কৃতিক মঞ্চ এবার জুবিন গর্গের নামে উৎসর্গ করা হয়েছে। বুধবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন।
রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেন, “জুবিন গর্গের গান শুধু অসম বা উত্তর-পূর্ব ভারতের মানুষকে নয়, গোটা দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তাঁর অবদান স্মরণীয়। তাই আমরা এই রাসমেলার মূল সাংস্কৃতিক মঞ্চকে তাঁর নামে উৎসর্গ করতে পেরে গর্বিত। আশা করি, এই মঞ্চ থেকে প্রকাশিত প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান তাঁর স্মৃতিকে আরও উজ্জ্বল করবে।”
কোচবিহারের রাসমেলা স্থানীয়দের কাছে শুধু একটি উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক মেলবন্ধন, যেখানে বিভিন্ন শিল্পী, গায়ক, এবং সংস্কৃতিকর্মীরা একত্রিত হয়ে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় ঘটান। এবারের রাসমেলা বিশেষ হয়ে উঠেছে কারণ এর মূল মঞ্চে জুবিন গর্গের নামকরণ করা হয়েছে। মঞ্চটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং দেশের যুবসমাজের কাছে একজন প্রতিভাবান গায়ককে স্মরণ করার সুযোগও তৈরি করবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
