পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে আজ, সোমবার কোচবিহারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের মুখ্যমন্ত্রীর প্রচার। রবিবার বিকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন কোচবিহারে। রাতে ছিলেন একটি হোটেলে।
সোমবার বেলা ১১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল মাঠে হবে জনসভা।
পঞ্চায়েত নির্বাচনের প্রথম জনসভা মুখ্যমন্ত্রীর। প্রথম এই সভা থেকে কর্মীদের কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে বাংলার মানুষ। কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে তিনি যাবেন চান্দামারি সভামঞ্চে। সভা মঞ্চের পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড।
উল্লেখ্য এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সোমবার মুখ্যমন্ত্রীর সভা সেই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে আসন হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই এলাকাতেই জোর মুখ্যমন্ত্রীর। কোচবিহার থেকে জলপাইগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী।