HomeWest BengalNorth BengalJalpaiguri: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ধূপগুড়ি

Jalpaiguri: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ধূপগুড়ি

- Advertisement -

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত ধুপগুড়ি। এবার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূলের অভিযোগ, ধুপগুড়ি এলাকায় তৃণমূলের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছিল এবং ওই প্রচার চলাকালীন সময় বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়। এর মধ্যে সবথেকে বড় অভিযোগ হল ঘটনার সময় বিজেপির সঙ্গে ছিল এক পুলিশ আধিকারিক মহাদেব রায়।

   

এই গোটা ঘটনার তৃণমূলের চারজন আহত হয়। তাদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তৃণমূল নেতা ধর্মনারায়ন রায় ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে। এই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।

অন্যদিকে বিজেপির অভিযোগ, আসলে পঞ্চায়েত ভোটের আগে জিততে পারবে কিনা এই নিয়ে তৃণমূলের মনে সন্দেহ জেগেছে। তাই তারা বিজেপির উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে এর সঙ্গেই তাদের দাবি তৃণমূলই বিজেপির উপর আক্রমণ করেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular