Calcutta High Court: বাসনের আওয়াজ সরিয়ে রাতে শান্তির ঘুম ফেরাল কলকাতা হাইকোর্ট!

কথায় বলে বাড়িতে বাসন থাকলে ঠোকাঠুকি তো লাগবেই (Calcutta High Court)। ঠোকাঠুকি হলে আওয়াজও হবে (Calcutta High Court)। কিন্তু বাসনে সামান্য ঠোকাঠুকির আওয়াজেই যাঁরা বিরক্ত…

Calcutta High Court ordered to close and shift steel utensils factory due to sleeping problems

কথায় বলে বাড়িতে বাসন থাকলে ঠোকাঠুকি তো লাগবেই (Calcutta High Court)। ঠোকাঠুকি হলে আওয়াজও হবে (Calcutta High Court)। কিন্তু বাসনে সামান্য ঠোকাঠুকির আওয়াজেই যাঁরা বিরক্ত হন তাঁরা মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এই গ্রামের লোকজনদের কষ্টটা বুঝতে পারবেন। কারণ বাসনের ঠোকাঠুকি নয় আস্ত বাসন কারখানার আওয়াজের চোটে তাঁদের রাতের ঘুম বরবাদ হচ্ছিল। শেষমেষ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসীদের বক্তব্য ১৯৬৪ সালে যখন ফারাক্কা ব্যারেজ তৈরি হচ্ছিল তখন আশেপাশের বিভিন্ন গ্রামের মতো তাঁদেরও জমি নিয়েছিল সরকার। পুরোনো জমি অধিগ্রহণের বদলে তাঁদেরকে বর্তমানে এই ভাসাইপাইকর গ্রামে বসবাসের বাড়ি বানাবার জন্য জমি দেওয়া হয়েছিল। সেই মতন তাঁরা বর্তমান জায়গাতে বাড়ি বানিয়ে নতুন করে বসবাস করছিলেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঝামেলা শুরু হয় তখন, যখন একজন জমি প্রাপক তাঁর প্রাপ্ত জমিতে বাড়ির বদলে বাসনের কারখানা বসিয়ে দেন।

   

জিতেই হারের কারণ ফাঁস রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর! মমতা-অভিষেকের কৃতিত্ব নিয়েই সন্দেহ?

গ্রামবাসীদের অভিযোগ দিনের মত রাতের বেলাতেও পুরোদমে কাজ চলে ওই কারখানাতে। দিনের বেলায় যা করে হোক মানিয়ে নেওয়া যায়। কিন্তু রাতের নিস্তব্ধতায় বাসন কারখানার আওয়াজ যেন আরও মারাত্মক হয়ে ওঠে। গভীর রাত্রে লোহা পেটানোর আওয়াজের চোটে ঘুম লাটে উঠেছিল আশেপাশের বাসিন্দাদের। গ্রামবাসীদের আরও অভিযোগ, বারংবার বলা সত্ত্বেও রাত্রেবেলা কারখানা বন্ধ রাখা হয়নি। এমনকি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাদের বলেও কোনও সুরাহা মেলেনি। শুধু আওয়াজ নয়, বাসন কারখানা থেকে বেরোনো ধোঁয়া এবং রাসায়নিক পদার্থতে প্রবলভাবে এলাকার পরিবেশ দূষিত হওয়ারও অভিযোগ রয়েছে।

একপ্রকার বাধ্য হয়েই এলাকার বাসিন্দারা জনস্বার্থে মামলা করেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। সেই মামলার রায়েই বিচারপতিরা বাসন কারখানা বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন। ১৫ দিনের মধ্যেই কারখানা বন্ধ করে অন্যত্র সরিয়ে ফেলতে হবে, নির্দেশ ডিভিশন বেঞ্চের। আর তারপরই মুর্শিদাবাদের এই গ্রামে যেন শান্তির উৎসব লেগেছে। গ্রামের বাড়িতে বাড়িতে রীতিমতন মিষ্টিমুখ করিয়েছেন মামলাকারীরা।

ভোটে হারলেও ‘প্রথম স্থান’-এ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত

ডাক্তারদের মতে যেকোনও সুস্থ স্বাভাবিক মানুষের দিনে অন্তত ৮ ঘন্টা টানা ঘুমের দরকার। অনেক ক্ষেত্রেই ছয় থেকে সাত ঘণ্টার বেশি ঘুমোতে পারিনা আমরা। কিন্তু মুর্শিদাবাদের এই গ্রামের মানুষজনদের সেই ঘুমটুকুও যেন শান্তির হচ্ছিল না। কিন্তু হাইকোর্টের রায় যেন তাদের গ্রামের রাতের সেই চেনা পরিচিত নিস্তব্ধতাকেই ফিরিয়ে দিল। সেই সঙ্গে ফিরিয়ে দিল তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া শান্তির ঘুম। আপাতত তাই ঘুমোতে পারার আনন্দে উৎসবের মেজাজ এলাকা জুড়ে।