Jalpaiguri: জলপাইগুড়িতে জাতীয় সড়কে জ্বলছে বাস

জাতীয় সড়কে ফের জ্বলছে বাস। খড়্গপুরের পর এবার জলপাইগুড়িতে (jalpaiguri) একইরকম দুর্ঘটনা। ৩১ নম্বর জাতীয় সড়কে উপর আগুন ধরে যায় বাসটিতে। তীব্র আতঙ্কে কোনোরকমে নেমে আসেন যাত্রীরা।

জানা গেছে বানারহাট থেকে জলপাইগুড়ি শহরের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। ময়নাগুড়ি এলাকায় বাসে আগুন লেগে যায়। জ্বলতে থাকা বাসের ছবি দেখে শিহরিত রাজ্যবাসী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) বাসটি চলতে চলতেই আগুন ধরে যায়। বাস জ্বলতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

   

গত ১০ নভেম্বর কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাস পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করার পর তাতে আগুন ধরে গেছিল। সেই  খড়গপুরে পৌঁছতেই জ্বলে গেছিল। সেবারও জাতীয় সড়কের উপর জ্বলছিল যাত্রীবোঝাই বাস। একাধিক যাত্রী অগ্নিদগ্ধ হন। দুদিনের মধ্যে এবার উত্তরবঙ্গে ঠিক একই পরিস্থিতি। এবার এনবিএসটিসি জ্বলে গেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসের ইঞ্জিন গরম হয়েই এই অঘটন ঘটেছে। 

গতকাল গিয়েছে কালীপুজো। সেই সুবাদে জলপাইগুড়িগামী বাসটি ভিড়ে ঠাসা ছিল বলে জানা যাচ্ছে। তবে বাস থেকে ধোঁয়া বেরতে দেখেই চালক বাসটিকে থামিয়ে দেন এবং হুড়মুড়িয়ে বাস থেকে নেমে আসেন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজ শুরু হয়। হতাহতের কোনও খবর নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন