HomeWest BengalNorth BengalBreaking News: রায়গঞ্জে টিএমসি বিধায়কের বাড়িতে ইডির হানা

Breaking News: রায়গঞ্জে টিএমসি বিধায়কের বাড়িতে ইডির হানা

- Advertisement -

রায়গঞ্জের বিধায়কের বাড়িতে ইডির হানা৷ বিধায়ক কৃষ্ণকল্যাণীর তিনটি ঠিকানায় হানা ইডির৷ সূত্রে খবর, আজ ভোরেই বিধায়কের বাড়ি সহ আরও দুটি ঠিকানায় উপস্থিত হয় ইডি। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান৷ আপ্ত সহায়কের কথায়, আচমকাই তৃণমূল নেতার বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। প্রথমে তাঁদের বুঝতে অসুবিধা হয়েছিল কোন বিভাগ৷ পরবর্তীতে প্রত্যেকের মোবাইল নিয়ে নেওয়া হয়৷ এরপর বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি শুরু করে ইডির গোয়েন্দারা৷

খবর পেয়ে বিধায়কের বাড়ির সামনে হাজির হয়েছেন বিধায়কের অনুগামীরা। তাঁদের কথায়, উনি জনপ্রিয় বিধায়ক। প্রচুর মানুষ সাহায্যের জন্য এখানে আসেন। ইচ্ছাকৃতভাবে এটা করল। পরশু এখানে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সহ্য করতে না পেরে ইডি পাঠানো হচ্ছে।

   

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির টিকিটে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণী। এরপর তৃণমূলে ফিরে আসেন৷ এমনকি বিধানসভায় পিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা হয়েছিল৷ এখন ইডির নজরে সেই বিধায়ক৷ কিন্তু কোন বিষয়ে ইডির হানা? তা স্পষ্ট করে জানা যায়নি৷

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির সময় বিধায়ক মোবাইল ফেলে দেন পুকুরে। সেরকম যাতে না হয় তার জন্য রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে ঢুকেই সবার মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি।

এদিকে উত্তর দিনাজপুর জেলাতেই তৃণমূল গোষ্ঠিকোন্দল চরমে। ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী দলত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular